Euro Cup: নর্থ ম্যাসিডোনিয়াকে হারিয়ে ইউরো অভিযান শুরু অস্ট্রিয়ার

গোলের শুরু হয় অস্ট্রিয়ার হাত ধরেই। ম্যাচের ১৮ মিনিটেই মার্সেল সাবিজারের পাস থেকে অস্ট্রিয়াকে এগিয়ে দেন স্টেফান লেয়ানার। তবে এই গোলের দশ মিনিট বাদেই সমতা ফিরে পায় নর্থ ম্যাসিডোনিয়া।
অস্ট্রিয়া বনাম নর্থ ম্যাসিডোনিয়া
অস্ট্রিয়া বনাম নর্থ ম্যাসিডোনিয়াছবি ইউরো কাপ ২০২০ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

নর্থ ম্যাসিডোনিয়াকে ৩-১ গোলে হারিয়ে ইউরো অভিযান শুরু করলো অস্ট্রিয়া। রোমানিয়ার বুখারেস্টে গ্রুপ 'সি'-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো দুই দল। যেখানে নর্থ ম্যাসিডোনিয়াকে হারাতে বেশি কষ্ট করতে হয়নি ডেভিড আলাবাদের। অস্ট্রিয়ার হয়ে একটি করে গোল করেন যথাক্রমে স্টিফেন লেয়ানার, মাইকেল গ্রিগোরেতিচ এবং মার্কো আর্নাউতোভিস। নর্থ ম্যাসিডোনিয়ার হয়ে একটি মাত্র গোল করেন গোরান পান্ডেভ।

গোলের শুরু হয় অস্ট্রিয়ার হাত ধরেই। ম্যাচের ১৮ মিনিটেই মার্সেল সাবিজারের পাস থেকে অস্ট্রিয়াকে এগিয়ে দেন স্টেফান লেয়ানার। তবে এই গোলের দশ মিনিট বাদেই সমতা ফিরে পায় নর্থ ম্যাসিডোনিয়া। আলেক্সান্ডার ত্রাজকোভস্কির বাড়ানো বল অস্ট্রিয়ার জালে জড়ান গোরান পান্ডেভ। ১-১ ব্যবধানে সমতা নিয়েই শেষ হয় দুই পক্ষের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে অবশ্য নর্থ ম্যাসিডোনিয়াকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি ফ্রাঙ্কো ফোডার শিষ্যরা। ম্যাচের ৭৮ মিনিটে অস্ট্রিয়া অধিনায়ক ডেভিড আলবার বাড়ানো পাসে ব্যবধান বাড়ান গোরেৎজকা। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ৮৯ মিনিটের মাথায় নর্থ ম্যাসিডোনিয়ার কফিনে শেষ পেরকটি পুঁতে দেন মার্কো আর্নাউতোভিস।

দুই অর্ধেই আধিপত্য বজায় রাখে অস্ট্রিয়া। প্রথম ম্যাচেই তিন পয়েন্ট পকেটে পুরে অনেকটাই আত্মবিশ্বাস পেয়েছে ডেভিড আলাবারা। অস্ট্রিয়ার পরের ম্যাচ রয়েছে আগামী ১৮ ই জুন। প্রতিপক্ষ নেদারল্যান্ড। অন্যদিকে নর্থ ম্যাসিডোনিয়া ইউক্রেনের মুখোমুখি হচ্ছে ১৭ ই জুন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in