Euro Cup: ওয়েম্বলিতে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ডেনমার্ক

চলতি ইউরো কাপে ডেনমার্কের অভিযান রুপকথার মতো। প্রথম ম্যাচেই সতীর্থকে কার্যত মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসতে দেখেছে ডেনিশরা। গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচ জিতেই শেষ ষোলোতে পা রাখা।
ইংল্যান্ড বনাম ডেনমার্ক
ইংল্যান্ড বনাম ডেনমার্কছবি উয়েফা ইউরো ২০২০-র সৌজন্যে
Published on

সেই ১৯৬৬ সাল। সেবার বিশ্বকাপের আসর বসেছিলো ইংল্যান্ডে। ফাইনালে জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলেছিলো ইংল্যান্ড। তারপর কেটে গেছে দীর্ঘ ৫৪ বছর। শিরোপা তো দূরের কথা আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালেই ওঠা হয়নি ইংল্যান্ডের। এবার গ্যারেথ সাউথগেটের হাত ধরে সেই আক্ষেপ মেটানোর খুব কাছেই রয়েছে থ্রি লায়ন্সরা। আজ ভারতীয় সময় রাত ঠিক সাড়ে ১২ টায় ওয়েম্বলিতে ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং ডেনমার্ক।

চলতি ইউরো কাপে ডেনমার্কের অভিযান রুপকথার মতো। প্রথম ম্যাচেই সতীর্থকে কার্যত মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসতে দেখেছে ডেনিশরা। গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচ জিতেই শেষ ষোলোতে পা রাখা। এরপর প্রি কোয়ার্টার ফাইনালে গ্যারেথ বেলদের ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল এবং শেষ আটে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ গোলে জিতে সেমিফাইনালে উঠে গেছে সাইমন কাইজারেরা। আজ ফাইনালের টিকিট পাওয়ার জন্য ওয়েম্বলিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ডেনমার্ক।

ইংল্যান্ড টুর্নামেন্টের হট ফেভারিট। এই ম্যাচে ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন ফুটবল বোদ্ধারা। চলতি ইউরোতে এখনও পর্যন্ত একটিও গোল হজম করতে হয়নি জর্ডান পিকফোর্ডকে। শক্তিশালী জার্মানিকে ২-০ গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে হ্যারি কেন বাহিনী। আজ যে দল জিতবে ফাইনালে ইতালির মুখোমুখি হবে তারা।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জর্ডান পিকফোর্ড, কাইল ওয়াকার, জন স্টোনস, হ্যারি ম্যাগুয়ের, লুক শ, কেলভিন ফিলিপস, ডেকান রাইস, জ্যাডন স্যাঞ্চো, ম্যাসন মাউন্ট, রহিম স্টার্লিং, হ্যারি কেন।

ডেনমার্কের সম্ভাব্য একাদশ: কাসপের স্মাইকেল, আন্দ্রেস ক্রিস্টেনসেন, সাইমন কাইজার, জেনিক ভেস্টার্গার্ড, জোয়াকিম মাহল, থমাস ডেলানি, পিয়েরে-এমাইল হজবার্গ, জেনস লারসেন, মার্টিন ব্রাথওয়েট, মিকেল ডেমসগার্ড, কাসপের ডলবার্গ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in