Euro Cup 2021: ইউক্রেনের জার্সিতে ক্রিমিয়ার মানচিত্র - প্রতিবাদ রাশিয়ার

ইউক্রেনের জার্সিতে দেশের মানচিত্র রয়েছে। এই মানচিত্র জাতিসংঘ স্বীকৃত। তবে ইউক্রেনের জার্সির এই মানচিত্রের বিরোধিতা করেছে রাশিয়া। রাশিয়ার দাবি ক্রিমিয়াকে নিজেদের দেশ হিসেবে দেখিয়েছে ইউক্রেন।
ইউরো কাপের জন্য ইউক্রেনের জার্সি
ইউরো কাপের জন্য ইউক্রেনের জার্সিছবি সংগৃহীত
Published on

হাতে গোনা কয়েকদিন। তারপরেই ইউরোপ সেরার লড়াই। ইতিমধ্যেই ২৪ টি দেশ ইউরো কাপের জন্য রীতিমত প্রস্তুত। এসবের মাঝেই নতুন বিতর্ক মাথা নাড়া দিয়ে উঠলো। যার কারণ ইউক্রেনের জার্সি। ইউরো কাপের জন্য ইউক্রেনের জার্সি সামনে আসতেই ক্ষোভে ফুঁসছে রাশিয়া।

ইউক্রেনের জার্সিতে দেশের মানচিত্র রয়েছে। এই মানচিত্র আবার জাতিসংঘ স্বীকৃত। তবে ইউক্রেনের জার্সির এই মানচিত্রের তীব্র বিরোধিতা করেছে রাশিয়া। রাশিয়ার দাবি এই মানচিত্রের মাধ্যমে ক্রিমিয়াকে নিজেদের দেশ হিসেবে দেখিয়েছে ইউক্রেন।

২০১৪ সালে ক্রিমিয়ার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ভ্লাদিমির পুতিনের দেশ। এরপর দীর্ঘ সাত বছর কেটে গেলেও ক্রিমিয়াকে নিজেদের অংশ বলেই মনে করে রাশিয়া। কিন্তু জাতিসংঘ থেকে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়নি। জাতিসংঘ মনে করে ক্রিমিয়া ইউক্রেনেরই অংশ। কিন্তু তা মানতে নারাজ রাশিয়া। তারা এই জার্সির বিরোধিতা করেছে।

ইউক্রেনের হলুদ জার্সিকে আসলে রাজনৈতিক উস্কানি বলে মনে করছে রাশিয়া। ফুটবল জার্সিতে মানচিত্র দেওয়ার কোনো কারণ ছিলো কী? প্রশ্ন তুলেছে মস্কো। এছাড়াও জার্সিতে ইউক্রেন যে স্লোগান তুলেছে তাও নাৎসি ঘেঁষা বলে দাবি রাশিয়ার। জার্সিতে মানচিত্রের পাশে লেখা আছে 'ইউক্রেনের জয়' আবার ভেতরে লেখা রয়েছে 'বীর'দের জয়'। এই দুই স্লোগান ইউক্রেনের সেনারা ব্যবহার করেন। তবে এই বিতর্ক প্রসঙ্গে এখনও কোনো মুখ খোলেনি ইউক্রেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in