Euro Cup 2021: ইউরো শুরুর আগেই স্পেন শিবিরে করোনার থাবা, দলে এলো আরও ৫ ফুটবলার

রবিবার স্পেন অধিনায়ক সার্জিও বুসকেটসের করোনা পজেটিভ আসে। আশঙ্কা অন্য ফুটবলারদেরও রিপোর্ট পজিটিভ আসতে পারে। মাঠে বল গড়ানোর আগেই চিন্তায় 'স্প্যানিশ আর্মাডা'। তাই লুইস এনরিকে আরও ৫ ফুটবলার দলে নিলেন।
স্পেন অধিনায়ক সার্জিও বুসকেটস
স্পেন অধিনায়ক সার্জিও বুসকেটসছবি বার্সা ট্যুইটার থেকে

রবিবার স্পেন অধিনায়ক সার্জিও বুসকেটসের করোনা পজেটিভ ধরা পড়ে। আপাতত নিভৃতাবাসে রাখা হয়েছে তাঁকে। তবে আশঙ্কা রয়েছে অন্যান্য ফুটবলারদেরও রিপোর্ট পজিটিভ আসতে পারে। ইউরোর মাঠে বল গড়ানোর আগেই তাই চিন্তায় 'স্প্যানিশ আর্মাডা'। তাই আগে ভাগেই লুইস এনরিকে অতিরিক্ত আরও পাঁচ ফুটবলারকে দলে নিলেন।

স্পেনের নতুন পাঁচ ফুটবলার হলেন ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মিডফিল্ডার পাবলো ফোরনালস, লিডস ইউনাইটেডের স্ট্রাইকার রদ্রিগো মোরেনো, সেল্টা ভিগোর মিডফিল্ডার ব্রাইস মেনদেস, ভিয়ারিয়ালের মিডফিল্ডার রাউল আলবিওল এবং ভালেন্সিয়ার মিডফিল্ডার কার্লোস সলের। তবে এই পাঁচ জন দলে যোগ দেবেনা এখনই। পৃথক ভাবে জৈব সুরক্ষা বলয়ে থেকে প্রস্তুতি নেবে তারা। অন্যদিকে বুসকেটসের চলে যাওয়ার পর বাকি দল রয়েছে পৃথক ভাবে । বাকি সদস্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এলেও ভীতি এখনই কাটছে না।

সুইডেনের বিপক্ষে ১৪ ই জুন গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে স্পেন। লুইস এনরিকেদের গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ রয়েছে ১৯ শে জুন পোল্যান্ডের বিপক্ষে এবং ২৩ শে জুন স্লোভাকিয়ার বিপক্ষে। তাই গ্রুপ পর্বে বুসকেটসের ফিরে আসা একপ্রকার অনিশ্চিত।

২০১৬ ইউরো কাপ এবং ২০১৮ বিশ্বকাপের পর স্পেন নিজেদের নতুন ভাবে সাজিয়েছে। প্রাক্তন ইউরো এবং বিশ্বচ্যাম্পিয়নরা এবারও ইউরো জয়ের অন্যতম দাবিদার। তবে 'লা রোজা' দের শিবিরে করোনা ভাইরাসের হানা ম্যাচের আগে ফুটবলারদের অস্বস্তিতে ফেলছে। মঙ্গলবার লিথুনিয়ার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচও খেলবে না স্পেনের এই দল।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in