Euro Cup: ১১ দেশের ১১ স্টেডিয়াম - কোথায় কোথায় বসছে ইউরোর আসর - দেখুন এক নজরে

১২ ই জুন থেকে ইউরোপ সেরার লড়াই। ২৪ টি দেশ, ৫১ টি ম্যাচ আর একটা ট্রফি। ফিফা বিশ্বকাপের পর সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইউরো কাপ প্রথম বারের জন্য অনুষ্ঠিত হচ্ছে ১১ টি দেশের ১১ টি স্টেডিয়ামে।
বাকু
বাকুছবি - উয়েফা ইউরো ২০২০ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

১২ ই জুন থেকে ইউরোপ সেরার লড়াই। ২৪ টি দেশ, ৫১ টি ম্যাচ আর একটা ট্রফি। ফিফা বিশ্বকাপের পর সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইউরো কাপ প্রথম বারের জন্য অনুষ্ঠিত হচ্ছে ১১ টি দেশের ১১ টি স্টেডিয়ামে।

এক নজরে দেখে নেওয়া যাক ইউরোপের কোন কোন স্টেডিয়ামে ইউরো কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে -

১. জোহান ক্রুয়েফ স্টেডিয়াম, আমস্টারডাম : নেদারল্যান্ডের আমস্টারডামে এই স্টেডিয়াম খোলা হয় ১৯৯৬ সালে। ৫৪,০০০ আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে নেদারল্যান্ড তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে। এছাড়া ২৬ শে জুন রাউন্ড ১৬ এর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে।

২. বাকু অলিম্পিক স্টেডিয়াম, আজারবাইজান: আজারবাইজানের বাকু শহরে ২০১৫ সালে এই স্টেডিয়াম খোলা হয়। ৬৯,০০০ আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে গ্রুপ 'এ'র গ্রুপ পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে। এছাড়াও ৩ রা জুলাই একটি কোয়ার্টার ফাইনালও অনুষ্ঠিত হবে বাকুতে।

৩. ন্যাশনাল এরেনা, বুখারেস্ট: রোমানিয়ার এই স্টেডিয়ামে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং ২৮ শে জুন রাউন্ড ১৬ এর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫৪,০০০ আসন বিশিষ্ট এই স্টেডিয়াম খোলা হয় ২০১১ সালে।

৪. পুসকাস এরেনা, বুদাপেস্ট : হাঙ্গেরীর হোম টাউনে রয়েছে মোট চারটি ম্যাচ। যার মধ্যে গ্রুপ পর্বের তিন ম্যাচে হাঙ্গেরী, ফ্রান্স এবং পর্তুগাল একে অপরের বিপক্ষে খেলবে। অপর একটি ম্যাচ ২৭ শে জুন রাউন্ড ১৬ এর। ৬৮,০০০ আসন বিশিষ্ট এই স্টেডিয়াম খোলা হয় ২০১৯ সালে।

৫. পার্কেন স্টেডিয়াম, কোপেনহেগেন: ১৯৯২ সালে ডেনমার্কের হোম সিটিতে এই স্টেডিয়াম খোলা হয়। ৩৮,০০০ আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে ডেনমার্ক তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে ফিনল্যান্ড, বেলজিয়াম এবং রাশিয়ার বিপক্ষে। এছাড়া ২৮ শে জুন রাউন্ড ১৬ এর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে।

৬. হ্যাম্পডেন পার্ক, গ্লাসগো: ১৯০৩ সালে প্রতিষ্ঠিত স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এই স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল স্টেডিয়াম। বর্তমানে এই স্টেডিয়ামের আসন সংখ্যা ৫১,০০০। স্কটল্যান্ডের ২ টি ম্যাচ সহ গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং রাউন্ড ১৬ এর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে।

৭. ওয়েম্বলি, লন্ডন: ২০০৭ সালে খোলা হয় এই স্টেডিয়াম। বর্তমানে আসন সংখ্যা ৮৭,০০০। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ, রাউন্ড ১৬ এর একটি ম্যাচ সহ, সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ওয়েম্বলিতে।

৮. ফুটবল এরেনা, মিউনিখ : ২০০৫ সালে ৭০,০০০ আসন বিশিষ্ট এই স্টেডিয়ামের উদ্বোধন হয়। জার্মানি গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে এই স্টেডিয়ামে। এছাড়াও কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচ বায়ার্নের হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ২ রা জুলাই ।

৯. স্তাদিও অলিম্পিকো, রোম: ইতালি তাদের ঘরের স্টেডিয়ামে তিনটি গ্রুপ পর্বের ম্যাচ খেলবে। ৩ রা জুলাই একটি কোয়ার্টার ফাইনাল রয়েছে রোমে। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়ামে আসন সংখ্যা ৬৮,০০০।

১০. সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া: গ্রুপ পর্বের ৬ টি ম্যাচ এবং ২ রা জুলাই একটি কোয়ার্টার ফাইনাল রয়েছে এই স্টেডিয়ামে। ২০১৭ সালে খোলা হয় এই স্টেডিয়াম, যার আসন সংখ্যা ৬১,০০০।

১১. স্টেডিয়াম লা কার্তুজা, সেভিয়া: ১৯৯৯ সালে স্পেনে এই স্টেডিয়াম উদ্বোধন করা হয়। সেভিয়ার এই স্টেডিয়ামের আসন সংখ্যা ৬০,০০০। তিনটি গ্রুপ পর্বের ম্যাচ এবং রাউন্ড ১৬ এর একটি ম্যাচ রয়েছে এই স্টেডিয়ামে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in