Ustad Rashid Khan: গুরুতর অসুস্থ উস্তাদ রাশিদ খান, হাসপাতালে ভর্তি শিল্পী

People's Reporter: রাশিদ খান বিগত কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। সূত্রের খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন শিল্পী। কিন্তু সম্প্রতি তাঁর ব্রেন স্টোক হয়।
উস্তাদ রাশিদ খান
উস্তাদ রাশিদ খান
Published on

গুরুতর অসুস্থ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান। ভর্তি রয়েছেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, শিল্পীর অবস্থা বেশ সঙ্কটজনক। আসিইউতে রাখা হয়েছে তাঁকে।

রাশিদ খান বিগত কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। সূত্রের খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন শিল্পী। কিন্তু সম্প্রতি তাঁর ব্রেন স্টোক হয়। তারপর থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে বলে জানা গেছে। হাসপাতালে ভর্তি রয়েছেন শিল্পী। হাসপাতালের তরফ থেকে এই বিষয়ে কিছু বলা না হলেও, একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শিল্পীর অবস্থা বেশ সঙ্কটজনক। অবস্থার নতুন করে অবনতি না হলেও পরিস্থিতি বেশ জটিল।

৫৫ বছর বয়সী রাশিদ খান উত্তরপ্রদেশের বদাযূঁতে জন্মগ্রহণ করেন। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। তবে রাশিদ খান শাস্ত্রীয় শিল্পী হলেও তিনি বলিউডের ও টলিউডের ছবিতে বহু গান গেয়েছেন।  

উস্তাদ রাশিদ খান
Dev: 'ঘাটালে পূর্ণ সময়ের সাংসদ হলে ভালো', প্রার্থী হতে চাইছেন না দেব? অভিনেতার মন্তব্যে শুরু জল্পনা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in