মোদীর ভূমিকায় অভিনয় করায় বিবেক ওবেরয়কে এখন কেউ চেনে না! - 'গান্ধী' বিতর্কে কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর

People's Reporter: ঋত্বিক চক্রবর্তী বলেন, বিবেক ওবেরয় বলে এক অভিনেতা কে চিনতাম। তারপর প্রধানমন্ত্রীর নাম ভূমিকায় অভিনয় করাতে ওকে আর আজকাল কেউ বিশেষ চেনেনা।
ঋত্বিক চক্রবর্তী এবং বিবেক ওবেরয়
ঋত্বিক চক্রবর্তী এবং বিবেক ওবেরয় গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

সিনেমা না হলে মহাত্মা গান্ধীকে কেউ চিনতে পারতেন না। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর গান্ধীজিকে নিয়ে এমন মন্তব্য ঘিরে তীব্র সমালোচনার ঝড় ওঠে গোটা দেশজুড়ে। মোদীর সেই মন্তব্যের পাল্টা কটাক্ষ করে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী বলেন, “প্রধানমন্ত্রীর নাম ভূমিকায় অভিনয় করায় বিবেক ওবেরয়কে আর আজকাল কেউ বিশেষ চেনেনা।“

সম্প্রতি টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি পোষ্ট করেন। অভিনেতা লিখেছেন, “প্রলাপ এক দুই ও তিন। প্রথমত, মাছের ঝোল বলে একটা সিনেমা হয়েছিল তার আগে অ্যাটেনবরো কিন্তু মাছের ঝোল নিয়ে কিছুই জানতেন না। এমনকি পরেও। দ্বিতীয়ত, বিবেক ওবেরয় বলে এক অভিনেতা কে চিনতাম। তারপর প্রধানমন্ত্রীর নাম ভূমিকায় অভিনয় করাতে ওকে আর আজকাল কেউ বিশেষ চেনেনা। তৃতীয়ত, ২০০২ সালের ২৭ শে ফেব্রুয়ারীর পর উনি সারা পৃথিবীতে কুখ্যাত হয়ে যান। এবং অনেকে ওকে চিনে ফেলে।“ (পোস্ট অপরিবর্তিত)

অভিনেতার এই পোষ্টে কোনও নাম উল্লেখ না থাকলেও কারোর বুঝতে বাকি নেই কাকে ইঙ্গিত করেছেন তিনি। ঋত্বিকের এই পোষ্ট ঘিরে ইতিমধ্যেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। পরিচালক সুদেষ্ণা গুহও সহ অনেকেই অভিনেতার এই পোষ্টে সায় দিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি এবিপি নিউজকেও সাক্ষাতকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই তিনি বলেন, "মহাত্মা গান্ধীর জীবন ও রাজনৈতিক এবং সামাজিক দর্শন নিয়ে সিনেমা তৈরি না হলে তাঁকে গোটা বিশ্বে কেউই চিনতে পারতেন না। ভারতের স্বাধীনতা লাভের পর গান্ধীজিকে নিয়ে সিনেমা তৈরি হয়েছিল। অনেক মানুষই কৌতূহলের কারণে সিনেমা দেখেছিলেন।“

মহাত্মা গান্ধীকে নিয়ে এই বক্তব্যের পরই মোদীকে কটাক্ষ করেন রাহুল গান্ধী। এক্স মাধ্যমে তিনি লেখেন, "মহাত্মা গান্ধীকে জানার জন্য কেবলমাত্র 'এনটায়ার পলিটিক্যাল সায়েন্স' ছাত্রদেরই সিনেমা দেখার প্রয়োজন রয়েছে"।

তিনি আরও লেখেন, "মহাত্মা গান্ধী সেই সূর্য যিনি সারা বিশ্বকে অন্ধকারের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছিলেন। বাপু বিশ্বকে সত্য ও অহিংসার পথ দেখিয়েছিলেন। যা দুর্বল মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস যোগায়"।

সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও এক্স মাধ্যমে লেখেন, মোদীর জন্মের আগে ৫ বার নোবেল শান্তি পুরস্কারের জন্য গান্ধীজির নাম মনোনীত হয়েছিল। কিন্তু ব্রিটিশ রাজ কায়েম থাকায় সেই পুরস্কার তাঁকে দেওয়া হয়নি।

ঋত্বিক চক্রবর্তী এবং বিবেক ওবেরয়
Bihar: বিজেপির সাথে খুশি নন নীতিশ কুমার, ফলপ্রকাশের পরই বড় কিছু ঘটবে! ইঙ্গিত তেজস্বীর
ঋত্বিক চক্রবর্তী এবং বিবেক ওবেরয়
Pranata Tudu: ভোটের দিন মহিলাকে মারধর ও কটূক্তি! বিজেপি প্রার্থীর প্রণত টুডুর বিরুদ্ধে মামলা দায়ের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in