TMC MP Dev: গরু পাচার কান্ডে সিবিআই দফতরে দেব, ৫ পাতার প্রশ্নপত্র নিয়ে শুরু জিজ্ঞাসাবাদ

সূত্রের খবর, গরু পাচার কান্ডের তদন্তে নেমে গিয়ে একাধিক সাক্ষীর বয়ানে অভিনেতা দেবের নাম পায় সিবিআই। আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে দেবের বিরুদ্ধে। মূল অভিযুক্ত এনামুল হকের সাথেও তাঁর যোগাযোগ রয়েছে।
তৃণমূল সাংসদ অভিনেতা দেব
তৃণমূল সাংসদ অভিনেতা দেবফাইল চিত্র
Published on

গরু পাচার কান্ডে সিবিআই দফতরে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। নোটিশ মতো ১১টাতেই নিজাম প‍্যালেসে হাজিরা দেন তিনি। সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই আধিকারিকরা।

সূত্রের খবর, গরু পাচার কান্ডের তদন্তে নেমে গিয়ে একাধিক সাক্ষীর বয়ানে অভিনেতা দেবের নাম পায় সিবিআই। আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে দেবের বিরুদ্ধে। মূল অভিযুক্ত এনামুল হকের সাথেও দেবের যোগাযোগ রয়েছে। দেবকে উপহারও দিয়েছেন তিনি। এই সমস্ত কথা জানতে পেরেই গত ৯ ফেব্রুয়ারি দেবকে নোটিশ পাঠায় সিবিআই।

জানা গেছে, দেবকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ পাতার প্রশ্নপত্র তৈরি করেছে সিবিআই। যেখানে আর্থিক লেনদেন থেকে শুরু করে এনামুল হকের সাথে যোগাযোগের বিষয় নিয়েও প্রশ্ন রয়েছে। এই ৫ পাতার প্রশ্নপত্র নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছেন সিবিআই আধিকারিকরা বলে জানা গেছে।

অন‍্যদিকে গরু পাচার কান্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকেও তলব করেছিল সিবিআই। ১৪ তারিখ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু সেই হাজিরা তিনি এড়িয়ে গেছেন।

তৃণমূল সাংসদ অভিনেতা দেব
'অসহায় মজুমদার পদত্যাগ করুন', পুরভোটে BJP-র হারের পর রাজ্য নেতৃত্বকে তীব্র কটাক্ষ জয়প্রকাশের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in