‘শিল্পীদের ক্ষেত্রে কোনও ব্যারিকেড হয় না’ - দলত্যাগীদের ঘরে ফেরানোর পক্ষে রাজ চক্রবর্তী

বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংস্কৃতিক কমিটির বৈঠকে রাজ চক্রবর্তী বলেন, 'শিল্পীদের ক্ষেত্রে কোনও ব্যারিকেড হয় না। যাঁরা তৃণমূলে ফিরতে চান, তাঁদের ক্ষেত্রে বাধা থাকা উচিত নয়।'
রাজ চক্রবর্তী
রাজ চক্রবর্তীছবি- ইনস্টাগ্রাম

দলত্যাগীদের ঘরে ফেরানো হবে কিনা, তা নিয়ে মতবিরোধ রয়েছে তৃণমূলের অন্দরেই। যদিও গত সপ্তাহেই প্রায় চার বছর পর মুকুল রায় ঘরে ফিরলেন অর্থাৎ তৃণমূলে যোগ দেন। তারপর তিনি নিজেও বেশ কয়েকজন বিজেপি বিধায়ক, নেতাকে তৃণমূলে ফেরার জন্য ফোনও করেন বলে খবর।

এবার দলবদলুদের দলে ফেরানোর সপক্ষে মুখ খুললেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি চান, দলত্যাগীরা ঘরে ফিরুন। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দলে ফিরতে চাইলে স্বাগত। যদিও প্রবীণ নেতা সৌগত রায় জানিয়েছিলেন, অন্তত ৬ মাস তাঁদের দলে না ফেরানোই উচিত। তবে সবাই গোটা বিষয়টা তৃণমূল সুপ্রিমোর সিদ্ধান্তের উপরেই ছেড়েছেন।

বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংস্কৃতিক কমিটির বৈঠকে রাজ চক্রবর্তী বলেন, 'শিল্পীদের ক্ষেত্রে কোনও ব্যারিকেড হয় না। যাঁরা তৃণমূলে ফিরতে চান, তাঁদের ক্ষেত্রে বাধা থাকা উচিত নয়।' যদিও এটা একান্ত তাঁর ব্যক্তিগত মতামত বলেই জানিয়েছেন রাজ। তাঁর সাফ কথা, 'চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।' বৈঠকে ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন-সহ অন্যান্যরা।

এদিন বাংলা ভাগ নিয়েও মুখ খোলেন রাজ। উত্তরবঙ্গ প্রসঙ্গে তিনি বলেন, 'বাংলা এক, এখানে ভাগাভাগি হবে না। এখানে ভেদাভেদের কোনও জায়গা নেই। বাংলা দখল করতে ওঁরা ব্যর্থ হয়েছে, তাই এবার ভাঙতে চাইছে।'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in