Afghanistan: তালিবানরা মহিলাদের অধিকার ছিনিয়ে নেবে - আফগান চলচ্চিত্র পরিচালক শাহরা করিমি

প্রখ্যাত আফগান চলচ্চিত্র পরিচালক শাহরা করিমি দেশের পরিস্থিতি নিয়ে এক খোলা চিঠি লিখলেন। বিনা প্রতিরোধে তালিবানি বাহিনীর আফগানিস্তান দখলের পর লেখা ওই চিঠিতে তিনি দেশের মহিলাদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন
আফগান চলচ্চিত্র পরিচালক শাহরা করিমি
আফগান চলচ্চিত্র পরিচালক শাহরা করিমিফাইল ছবি শাহরা করিমির ফেসবুক প্রোফাইলের সৌজন্যে

প্রখ্যাত আফগান চলচ্চিত্র পরিচালক শাহরা করিমি দেশের পরিস্থিতি নিয়ে সমগ্র বিশ্বের উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখলেন। বিনা প্রতিরোধে তালিবানি বাহিনীর আফগানিস্তান দখলের পর লেখা ওই চিঠিতে তিনি দেশের মহিলাদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর চিঠিতে উঠে এসেছে তালিবানিদের নৃশংসতার কথা। সম্প্রতি আমেরিকা আফগানিস্তান থেকে তাদের সেনাবাহিনী প্রত্যাহার করে নেবার পরেই তালিবানিদের হাতে পতন হয় আফগানিস্তান প্রশাসনের।

করিমির এই চিঠি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের হাতে পৌঁছেছে এবং করিমি নিজেও তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একাধিক লেখা পোস্ট করেছেন। গতকাল ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি বলেন – তালিবান শহরে পৌঁছে গেছে। অভিনন্দন। আমরা এখন পালাচ্ছি। এর পাশাপাশি যারা পালাতে সক্ষম তাঁদের তিনি দেশ ছাড়ার কথা জানিয়েছেন।

২০১৯ ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ‘হাভা, মারিয়ম আয়েশা’ ছবির পরিচালক করিমি জানিয়েছেন, তালিবানিরা সামন্ততান্ত্রিক, পিতৃতান্ত্রিক চিন্তাধারায় বিশ্বাসী। মহিলাদের অধিকার রক্ষার ক্ষেত্রে এরা পেছন দিকে হাঁটা পছন্দ করে।

তিনি আরও জানিয়েছেন, তালিবানরা মহিলাদের অধিকার ছিনিয়ে নেবে, আবারও মহিলাদের ঘরের ভেতর পাঠিয়ে দেওয়া হবে। আমাদের সমস্ত অভিব্যক্তি নীরবতায় পরিণত হবে। এর আগে যখন তালিবানরা ক্ষমতায় ছিলো তখন কোনো মেয়ে স্কুলে পড়তো না। তার পরবর্তী সময়ে ৯০ লক্ষ আফগান মেয়ে স্কুলে যায়। অথচ মাত্র কয়েক সপ্তাহে বহু স্কুল ধ্বংস করে দিয়েছে তালিবানরা। আবারও কমপক্ষে ২০ লক্ষ আফগান মেয়ে স্কুল ছাড়তে বাধ্য হয়েছে।

তিনি লিখেছেন, দেশে একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। যার পুরোটাই এখন ঝুঁকির মুখে। তালিবানিরা ক্ষমতা দখলের পরেই সমস্ত শিল্পকর্ম বন্ধ করে দেবে। আমি এবং অন্যান্য চলচ্চিত্র পরিচালকরা ওদের লক্ষ্যবস্তুতে পরিণত হব। তালিবানিদের লক্ষ্যই হল শিল্প এবং মহিলাদের দমন করা।

নিজের চিঠিতে করিমি জানিয়েছেন, "গত কয়েক সপ্তাহে, তালিবানরা আমাদের দেশের মানুষকে হত্যা করেছে, তারা বহু শিশুকে অপহরণ করেছে, তারা বহু অল্পবয়সী মেয়েদের পুরুষদের কাছে বধূ হিসেবে বিক্রি করেছে, তারা পোষাকের জন্য একজন মহিলাকে খুন করেছে, একজন মহিলার চোখ কেড়ে নিয়েছে, তারা আমাদের একজন জনপ্রিয় কমেডিয়ানকে নির্যাতন করে হত্যা করেছে। তারা আমাদের এক ঐতিহাসিক কবিকে হত্যা করেছে এবং তারা বর্তমান ক্ষমতাচ্যুত সরকারের সংস্কৃতি ও গণমাধ্যম প্রধানকে হত্যা করেছে।

দি কাইট রানার গ্রন্থের প্রণেতা খালিদ হোসেনি জানিয়েছেন, তালিবানিদের ক্ষমতা দখল এক দুঃস্বপ্ন। এক ট্যুইট বার্তায় তিনি জানান - "আমেরিকানরা তাদের সিদ্ধান্ত নিয়েছে এবং আফগানরা যে দুঃস্বপ্নের আশঙ্কা করছিল তা আমাদের চোখের সামনে উন্মোচিত হচ্ছে। আমরা চল্লিশ বছর ধরে শান্তি খোঁজা মানুষদের ত্যাগ করতে পারব না। আফগান মহিলাদের আবার তালাবদ্ধ দরজার পিছনে এবং পর্দা টেনে চলতে বাধ্য করা উচিত নয়।"

- with inputs from IANS

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in