যে সমাজ পতিতাবৃত্তি টিকিয়ে রাখতে চায়, সে সমাজ তো সারোগেসি টিকিয়ে রাখতে চাইবেই - তসলিমা

তাঁর মন্তব্য, ‘ কাউকে দেখলাম না সারোগেট মেয়েটির কথা ভাবতে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিছু টাকার জন্য সে কেন বাধ্য হচ্ছে ন'মাস সাত দিন অন্যের সন্তানকে গর্ভে বহন করতে, জন্ম দান করতে!
তসলিমা নাসরিন (ডানে)
তসলিমা নাসরিন (ডানে)ফাইল চিত্র

সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং তার স্বামী নিক জোনাসের। সেখবর তাঁরা টুইট করে সবাইকে জানান। তারপর লেখিকা তসলিমা নাসরিন তীব্র সমালোচনা করেন এই সেলেব দম্পতির। অবশ্য তঁকেও পাল্টা সমালোচনার মুখে পড়তে হয় নেটিজেনদের কাছে। ব্যক্তিগত বিষয় নিয়ে বলে মন্তব্য করা উচিত নয, মন্তব্য করতে দেখা যায় নেটিজেনদের একাংশকে।

এবার সম্ভবত বিতর্ক পাল্টা বিতর্ক থেকে কিছুটা পিছু হটলেন তসলিমা। নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তসলিমা একইসঙ্গে জানালেন, প্রিয়ঙ্কাকে কটাক্ষ তো দূর, উল্টে বরাবরই তিনি তাঁর প্রশংসা করেন। প্রিয়ঙ্কার একটি পুরনো টুইট তুলে ধরে তাঁর মন্তব্যের সপক্ষেও যুক্তিও দেন।

সোমবার ফেসবুকে তাঁর সমালোচকদেরও একহাত নিয়ে তসলিমা লিখেছেন, ‘সারোগেসি নিয়ে যেই না নিজের মত প্রকাশ করেছি, অমনি পঙ্গপালের মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়ল তারা, যারা মেয়েদের শরীরকে পণ্য ভেবে অভ্যস্ত। মেয়েদের অসহায়ত্বের সুযোগে কিনে বা ভাড়া নিয়ে তাদের যৌনাঙ্গ এবং জরায়ু দখল করতে, সে সবে হামলা করতে তারা দ্বিধা করে না। সারোগেসি নিয়ে বিতর্ক করো, কেন এটিকে সমর্থন করছো।’

লেখিকার মতে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে যাঁরা সারোগেট মা হন, তাঁরা কেন এরকম ঝুঁকি নেন, তা ভেবে দেখা উচিত। তাঁর মন্তব্য, ‘ কাউকে দেখলাম না সারোগেট মেয়েটির কথা ভাবতে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিছু টাকার জন্য সে কেন বাধ্য হচ্ছে ন'মাস সাত দিন অন্যের সন্তানকে গর্ভে বহন করতে, জন্ম দান করতে! তার যদি যথেষ্ট টাকা পয়সা থাকতো, তা হলে কি সে এই কাজটি করতো? না, করতো না। তা হলে কী কারণে সারোগেসির প্রশংসা করা হচ্ছে! যে সমাজ পতিতাবৃত্তি টিকিয়ে রাখতে চায়, সে সমাজ তো সারোগেসি টিকিয়ে রাখতে চাইবেই।’

প্রিয়াঙ্কা-নিককে আক্রমণ করেই সারোগেসি নিয়ে মন্তব্য করেছেন তসলিমা। সমালোচকদের এই দাবি থাকলেও তিনি যে প্রিয়ঙ্কার বিরুদ্ধে মন্তব্য করেননি, সোমবার তসলিমা তা-ও স্পষ্ট করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘লোকে বলছে প্রিয়ঙ্কাকে কেন কটাক্ষ করেছি। মোটেই তা করিনি। সাহসী মেয়ে প্রিয়াঙ্কা। তাঁর প্রশংসাই করেছি বরাবর। পুরোনো একটি টুইট পেলাম আজ। এ বার নতুন কী বলবে তারা? আমাকে অপমান অপদস্থ করা যত সহজ, তত সহজ দুনিয়াতে আর কিছু নয়।’ ২০১৬ সালের প্রিয়াঙ্কার একটি পুরনো টুইট তুলে ধরেন তিনি।

তসলিমা নাসরিন (ডানে)
গরিব মহিলারা আছেন বলেই সারোগেসি সম্ভব, ধনীরা 'রেডিমেড সন্তান' চান - তসলিমা নাসরিন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in