

গত ৩০ আগষ্ট ছবি মুক্তির কথা থাকলেও, আর জি কর আবহে পিছিয়ে গিয়েছিল দিন। বর্তমানে সময়ের সঙ্গে অনেকটাই থিতিয়ে গেছে আন্দোলন। আর এই আবহে শুক্রবার মুক্তি পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ‘কন্যাশ্রী’ নিয়ে নির্মিত ছবি ‘সুকন্যা’। সমীর মণ্ডল প্রযোজিত এবং উজ্জ্বল মিত্র পরিচালিত ছবিতে মমতার চরিত্রে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া ছবিতে অভিনয় করেছেন এক তৃণমূল নেতা ও রাজ্যের এক মন্ত্রী।
২০২৩ সালের পুজোর সময় শুটিং শেষ হয়েছিল ‘সুকন্যা’ ছবির। মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছর ৩০ আগষ্ট। কিন্তু তার আগে ৯ আগষ্ট ঘটে যায় আর জি করের মর্মান্তিক ঘটনা। উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। প্রতিবাদে রাস্তায় নামে নাগরিক সমাজ। এই আবহে ছবি মুক্তির দিন পিছিয়ে দেন ছবি নির্মাতারা। বর্তমানে আর জি কর পরিস্থিতি কিছুটা থিতিয়ে গিয়েছে। তাই শুক্রবার মুক্তি পেয়েছে ‘সুকন্যা’।
যদিও এই বিষয়ে রাজনৈতিক নয়, বাণিজ্যিক কারণ দেখিয়েছেন ছবির প্রযোজক সমীর মণ্ডল। তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘বাণিজ্যিক কারণে সেই সময়ে ছবিমুক্তির ঝুঁকি নেওয়া সম্ভব ছিল না। কারণ, পরিস্থিতি অন্য রকম ছিল।’ তা হলে এখন কেন? সমীরের জবাব, ‘এখন পরিস্থিতি বদলেছে। মানুষও স্বাভাবিক জীবনযাপনে ফিরেছেন। তাই এই সময়েই ছবি মুক্তি পাচ্ছে।’ রাজ্যের ৩৫টি হলে ছবিটি মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন সমীর।
ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া ছবিতে পরিচিত শিল্পিদের মধ্যে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, দেবশঙ্কর নাগেরা। ছবিতে ডিজির ভুমিকায় অভিনয় করেছেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। আর জি কর কাণ্ড নিয়ে প্রকাশ্যে সন্দীপ ঘোষের শাস্তির দাবি তুলেছিলেন তিনি। যার ফলে তৃণমূলের মুখপাত্রের পদও হারাতে হয় তাঁকে। বিভিন্ন সূত্রের খবর, আর জি কর ঘটনার পর থেকে দলের অন্দরে কোণঠাসা তিনি। এছাড়া ছবিতে অভিনয় করতে দেখা যাবে রাজ্যের আরেক মন্ত্রী স্বপন দেবনাথকে।
ছবি মুক্তির দিন পরিবর্তনে একেবারেই কি রাজনৈতিক কারণ নেই? যেখানে ছবিতে অভিনয় করেছেন শাসক দলের দুই নেতা। এর উত্তরে নাম প্রকাশে অনিচ্ছুক ছবির এক অভিনেতা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘তখন সরকারি প্রকল্প নিয়ে তৈরি ছবি মুক্তি পেলে লোকে পর্দায় জুতো ছুড়ত। অগস্টের শেষে আরজি কর-কাণ্ড ছিল দগদগে। শহর এবং মফস্সলের বড় অংশের মানুষের ক্ষোভ ছিল সরকারের বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই তখন এই ছবি মুক্তির ঝুঁকি নেওয়া হয়নি।’
‘সুকন্যা’ ছবিতে মমতার বিরোধী রাজ্যের দলনেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার যাত্রা দেখানো হয়েছে। এছাড়া দেখানো হয়েছে এক কন্যা সন্তানকে নিয়ে একা মায়ের লড়াই। কীভাবে সেই সন্তানই সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে একজন আইপিএস অফিসার হয়েছেন। পরিচালক উজ্জ্বলের কথায়, ‘নারীদের অধিকার এবং নারী ক্ষমতায়নের বিষয় তুলে ধরা হয়েছে ছবিতে।’
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন