তথাগত রায়ের ‘নগরীর নটী’ মন্তব্যের বিরুদ্ধে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ তনুশ্রীর

"যে মহিলারা সম্মান নিয়ে এতদিন কাজ করেছেন তাঁদের প্রতি কুরুচিকর মন্তব্য করা হয়েছে" - টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন তনুশ্রী চক্রবর্তী
তথাগত রায়ের ‘নগরীর নটী’ মন্তব্যের বিরুদ্ধে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ তনুশ্রীর
ফাইল ছবি

বিধানসভা নির্বাচনে আশাতীত ফল তো হয়নিই, বরং ব্যাপক ভরাডুবি ঘটেছে বিজেপির। যা নিয়ে ইতিমধ্যেই দোষারোপ পাল্টা-দোষারোপ শুরু হয়েছে। কিন্তু এতোদিন তা ছিল দলের অভ্যন্তরেই। প্রকাশ্যেই দলের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিইয়েছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। তাঁর নিশানায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকারদের মতো তারকা প্রার্থী ছাড়াও বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়দের মতো নেতারাও রয়েছেন।

নিজের টুইটারে বিজেপি নেতা তথাগত রায় লিখেছিলেন, "পায়েল শ্রাবন্তী পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?"

ছবি- টুইটারের স্ক্রিনশট

তাঁর এই মন্তব্যের প্রতিবাদ করেছেন টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। নুসরত জাহান, কাঞ্চন মল্লিক, শ্রীলেখা মিত্ররাও প্রতিবাদ করেছেন। এবার বিজেপির আর এক তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তীও মুখ খুললেন। টুইটারে লেখেন, “এক আত্মমর্যাদা সম্পন্ন মহিলা হিসাবে আমি এই টুইট করছি। বিজেপিতে স্মৃতি ইরানি এবং প্রয়াত সুষমা স্বরাজের মতো নেত্রীরাও আছেন। যে মহিলারা সম্মান নিয়ে এতদিন কাজ করেছেন তাঁদের প্রতি কুরুচিকর মন্তব্য করা হয়েছে।”

ছবি- টুইটারের স্ক্রিনশট

এখানেই থেমে থাকেননি তিনি। নরেন্দ্র মোদি, অমিত শাহ, অমিত মালব্য, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়কে ট্যাগ করে আর এক টুইটে লিখেছেন- “তথাগত রায় প্রকাশ্যে যে মন্তব্য করেছেন তাতে আমরা তিনজনই খুব কষ্ট পেয়েছি। দলের সদস্য হিসেবে আমি অবশ্য এটা অভ্যন্তরীণ কর্তৃপক্ষকে জানাব। কারণ আমি বরাবর এবং এখনও দলের শৃঙ্খলায় বিশ্বাস করি।”

ছবি- টুইটারের স্ক্রিনশট

প্রসঙ্গত, তৃণমূলের দেখানো পথে হেঁটে এবারের বিধানসভা নির্বাচনে একঝাঁক তারকাকে টিকিট দিয়েছিল বিজেপি। এই তালিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, পার্নো মিত্র, তনুশ্রী চক্রবর্তীর মতো অভিনেত্রীরা ছাড়াও যশ দাশগুপ্ত, রুদ্রনীল সেনগুপ্ত, হিরণ‌ চ‍্যাটর্জির মতো অভিনেতারাও ছিলেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে একমাত্র হিরণ ছাড়া বাকি সমস্ত তারকা প্রার্থীরাই পরাজিত হয়েছেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in