BJP-তে যোগ দেওয়া 'শিল্পীরা' কোথায়? - দিলীপ ঘোষের শিল্পীদের 'রগড়ে দেব'-র উত্তরে প্রশ্ন শ্রীলেখার

এদিনের পোস্টে তিনি আরও বলেন – "আমার মনে হয় তোমরা খুব তাড়াতাড়ি এই বিড়ম্বনা থেকে মুক্তি পাবেনা। তবে আমাদের মত বামপন্থী সমর্থকরা সবসময় তোমাদের পাশে আছি।" জানালেন শ্রীলেখা মিত্র
শ্রীলেখা মিত্র ও দিলীপ ঘোষ
শ্রীলেখা মিত্র ও দিলীপ ঘোষফাইল ছবি সংগৃহীত
Published on

"বিজেপিতে যোগদান করা 'শিল্পীরা' কোথায় গেলেন? লিগাল নোটিশ দেবেন নাকি? এইবার চুপ কেন? সত্যি বলছি তোমাদের জন্য আমার করুণা হয়। তোমাদের জন্য আমি সমবেদনা জানাই।" বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শিল্পীদের 'রগড়ে দেব' মন্তব্যের পরেই এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

এদিনের পোস্টে তিনি আরও বলেন – "আমার মনে হয় তোমরা খুব তাড়াতাড়ি এই বিড়ম্বনা থেকে মুক্তি পাবেনা। তবে আমাদের মত বামপন্থী সমর্থকরা সবসময় তোমাদের পাশে আছি।"

সম্প্রতি সংবাদ প্রতিদিন-এর এক এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে সাম্প্রতিক সময়ে রাজ্যের শিল্পীদের "আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব' গান প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান - “শিল্পীদের বলছি আপনারা নাচুন, গান। ওটা আপনাদের শোভা পায়। রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের ছেড়ে দিন। না হলে রগড়ে দেব।” ওই মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন সব্যসাচী চক্রবর্তী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কৌশিক সেন, রাহুল বন্দ্যোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।

“শিল্পীদের বলছি আপনারা নাচুন, গান। ওটা আপনাদের শোভা পায়। রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের ছেড়ে দিন। না হলে রগড়ে দেব।” - দিলীপ ঘোষ

দিলীপ ঘোষের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই তা নিয়ে বিতর্ক শুরু হয়। একাধিক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষের এই বক্তব্যের প্রতিবাদ জানান। নিজের ফেসবুক ওয়ালে খোলামেলা ভাবেই দিলীপ ঘোষের মন্তব্যের বিরোধিতা করে প্রতিবাদে মুখর হলেন শ্রীলেখা মিত্র। যিনি সাম্প্রতিক সময়ে বারবার প্রকাশ্যেই বামপন্থীদের প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন। রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনেও একাধিক বাম প্রার্থীর হয়ে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন শ্রীলেখা। নন্দীগ্রাম, হলদিয়া, বালি, উত্তরপাড়া, পাঁশকুড়া, টালিগঞ্জ, যাদবপুর সহ একাধিক কেন্দ্রে তিনি ইতিমধ্যেই বাম প্রার্থীদের পক্ষে প্রচারে নেমেছেন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in