
‘বাংলা গান শুনব না, হিন্দি গান শোনাতে হবে!’ মঞ্চে গান গাইতে উঠে শ্রোতার এমনই এক দাবিতে ক্ষুব্ধ হলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। তৎক্ষণাৎ এই দাবির জোরালো প্রতিবাদ করেন গায়িকা। সেই মুহুর্তের ভিডিও রীতিমতো ভাইরাল সমাজ মাধ্যমে। এই প্রতিবাদের জেরে নেটিজনদের থেকে প্রশংসাও কুড়িয়েছেন গায়িকা।
ঠিক কী ঘটেছিল? জানা যাচ্ছে, শুক্রবার এক বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থার অনুষ্ঠানে গান গাইছিলেন ইমন। সেই সময় দর্শকদের মধ্যে থেকে একজন বলে বসেন, ‘হিন্দি গানা গাইয়ে, নাচেঙ্গে!’ এই দাবির তীব্র বিরোধিতা করে গায়িকা সঙ্গে সঙ্গে বলেন, ‘বাংলায় থেকে সাহসের সঙ্গে হাত তুলে তুমি বলছ, বাংলা গান শুনব না! অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বার করে দিত। এ সব করো না। এই রাজ্যের নাম বাংলা। মারাঠি, পাঞ্জাবি, হিন্দি সব ভাষার গান শোনো। কিন্তু তুমি কে হে, যে বলছ বাংলা গান শুনব না?’
এখানেই থামেননি গায়িকা। তিনি বলেছেন, ‘ওর যদি সাহস থাকে, ওকে মঞ্চে পাঠাও। এই ভণ্ডামি করো না। বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় পয়সা রোজগার করছ, আর বলছ বাংলা গান শুনবে না?’
সমাজ মাধ্যমে গায়িকার এই ভিডিও রীতিমতো ভাইরাল। বহু মানুষ ইমনের প্রতিবাদী বক্তব্যের প্রশংসা করেছেন। তবে কিছু মানুষ ইমনের সমালোচনাও করেন। তাঁরা কেউ বলছেন, ‘ইমন তো নিজেও হিন্দি ভাষায় গান করেন!’ কেউ আবার বলছেন, ‘হিন্দি ভাষায় গান গাইতে বলা কী এমন অপরাধ?’
যদিও এরও উত্তর দিয়েছেন গায়িকা। নিজের ফেসবুকে এই ভিডিও শেয়ার করে তিনি লেখেন, "সব ভাষাকে সম্মান দেওয়া হোক! বাংলা গান চলবে। এবং সেই গানকে ভালোবাসার দায়িত্ব আমাদের।"
এক সংবাদ মাধ্যমেও এই নিয়ে মুখ খোলেন ইমন। তিনি জানান, হিন্দি গান গাওয়ার মধ্যে কোনও ভুল নেই। কিন্তু তাই বলে বাংলা ভাষাকে অপমান করতে পারে না। সেটা যে করবে, তাঁর প্রতিবাদ করবেন তিনি। বাংলা ভাষার অসম্মান চুপ করে বাংলায় থেকে দেখা তাঁর পক্ষে সম্ভব নয়।
প্রসঙ্গত, সম্প্রতি ইমন চক্রবর্তীর গাওয়া একটি বাংলা গান মনোনীত হয়েছে বিশ্ব দরবারে। ‘পুতুল’ ছবির ‘ইতি মা’ গানটি অস্কারের মঞ্চে মনোনীত হয়েছে বিশ্বের তাবড় তাবড় গানের মধ্যে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন