Sidharth Shukla: মাত্র ৪০-এই থেমে গেলেন বিগবস-১৩ বিজয়ী, অভিনেতা সিদ্ধার্থ শুক্লা

হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছরের ঘুমের দেশে চলে গেলেন জনপ্রিয় বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। এদিন সকালে মুম্বাইয়ের এক হাসপাতাল তাঁকে মৃত বলে ঘোষণা করে। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ মায়ানগরী।
সিদ্ধার্থ শুক্লা
সিদ্ধার্থ শুক্লাফাইল ছবি, ইউটিউব থেকে সংগৃহীত
Published on

হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছরেই ঘুমের দেশে চলে গেলেন জনপ্রিয় বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। এদিন সকালে মুম্বাইয়ের এক হাসপাতাল তাঁকে মৃত বলে ঘোষণা করে। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ মায়ানগরী।

হাসপাতালের তরফ থেকে সংবাদসংস্থাকে দেওয়া খবর অনুযায়ী, আজ সকাল ১১টার আশেপাশে সিদ্ধার্থ শুক্লাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। ম‍্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। এক সিনিয়র চিকিৎসক জানিয়েছেন, 'প্রাথমিকভাবে মনে হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওনার। তবে ময়না তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলতে পারছি না।'

জানা গেছে, রোজ রাতে ঘুমানোর আগে একটি ওষুধ খেতেন সিদ্ধার্থ শুক্লা। গতকালও খেয়ে ঘুমিয়েছিলেন। আজ সকালে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও ঘুম থেকে ওঠেননি তিনি। ডাকাডাকি করে সাড়া না মেলায় তাঁর মা-বোন তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

২০০৮ সালে 'বাবুল কা আঙ্গন ছুটে না' সিরিয়ালের মাধ‍্যমে অভিনয় জগতে প্রবেশ সিদ্ধার্থ শুক্লার। 'বালিকা বধূ' সিরিয়ালে পরিচিতি পান তিনি। এরপর আর পিছন ঘুরে তাকাতে হয়নি তাঁকে। 'সাবধান ইন্ডিয়া', 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট'-এর মতো রিয়‍্যালিটি শো সঞ্চালনা করেছেন। 'বিগ বস'-এর ১৩ তম সিজিনের উইনার ছিলেন তিনি। 'ফিয়ার ফ‍্যাক্টর: খতরো কি খিলাড়ি' শো-তেও প্রতিযোগী ছিলেন তিনি। ২০১৪ সালে আলিয়া ভাট-বরুণ ধবন অভিনীত ছবি 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ছবিতেও অভিনয় করেছিলেন সিদ্ধার্থ শুক্লা।

সিদ্ধার্থের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুম্বাইয়ে। তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মী থেকে ভক্তরা কেউই। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে তাঁর পুরনো ভিডিওতে। ট‍্যুইটে শোক প্রকাশ করেছেন মাধুরী দিক্ষিত, সোনু সুদরা।

বলিউডের পাশাপাশি শোকস্তব্ধ টলিউডও। শোক প্রকাশ করেছেন নুসরাত জাহান, যশ দাশগুপ্ত সহ অনেকেই।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in