Mahadev App: রণবীরের পর শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা সহ একাধিক সেলিব্রিটিকে তলব ইডির

People's Reporter: কেন্দ্রীয় সংস্থার দাবি, অবৈধভাবে বেটিংএর মাধ্যমে টাকা তুলত এই মহদেব অ্যাপ। রণবীর কাপুর এই অ্যাপের প্রচারে বেশ কয়েকটি বিজ্ঞাপন করেছেন এবং এর জন্য প্রচুর অর্থ পেয়েছেন।
রণবীর কাপুর, কপিল শর্মা, শ্রদ্ধা কাপুর এবং হুমা কুরেশি
রণবীর কাপুর, কপিল শর্মা, শ্রদ্ধা কাপুর এবং হুমা কুরেশিগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

মহাদেব গেমিং অ্যাপ মামলায় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে তলব করলো কেন্দ্রীয় সংস্থা ইডি। শুক্রবার অর্থাৎ আজই হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়েছে তাঁকে। তবে অভিনেত্রী আজ হাজিরা দেবেন কিনা তা এখনও জানা যায়নি।

অভিনেতা রণবীর কাপুরকেও তলব করেছে ইডি। বৃহস্পতিবার নোটিশ পাঠানো হয়েছে তাঁকে। কিন্তু দু'সপ্তাহ সময় চেয়েছেন তিনি।

এই দুজনের পাশাপাশি কৌতুক অভিনেতা কপিল শর্মা, অভিনেত্রী হুমা কুরেশি এবং হিনা খানকেও মহাদেব গেমিং অ্যাপ মামলায় তলব করা হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। প্রত্যেককে পৃথক পৃথক দিনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এই তিনজনও সংস্থার সামনে হাজির হওয়ার জন্য দুই সপ্তাহের সময় চেয়েছে।

মামলায় অভিযুক্ত হিসেবে এই সেলিব্রিটিদের নাম দেওয়া হয়নি। কিন্তু যেহেতু এঁরা অ্যাপটির প্রচারক ছিলেন, তাই কিভাবে এঁদের অর্থ প্রদান করা হতো, অ্যাপ সম্পর্কে কী জানেন, সেইসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় সংস্থার দাবি, অবৈধভাবে বেটিংএর মাধ্যমে টাকা তুলত এই মহদেব অ্যাপ। রণবীর কাপুর এই অ্যাপের প্রচারে বেশ কয়েকটি বিজ্ঞাপন করেছেন এবং এর জন্য প্রচুর অর্থ পেয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অ্যাপ-এর মূল কর্তা সৌরভ চন্দ্রকরের বিবাহে সৌদি আরবে গিয়েছিলেন বলিউডের একাধিক তারকা। সেই বিয়েতে ২০০ কোটি টাকা খরচ করা হয়। অধিকাংশ টাকাই হাওয়ালার মাধ্যমে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দেওয়া হয়। এরপরেই ইডির নজরে আসে এই অ্যাপ।

রণবীর কাপুর, কপিল শর্মা, শ্রদ্ধা কাপুর এবং হুমা কুরেশি
সিনেমার ছাড়পত্র দিতে ঘুষ নিচ্ছে সেন্সর বোর্ড! চাঞ্চল্যকর অভিযোগ প্রযোজকের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in