

প্রবীণ বলিউড অভিনেত্রী এবং প্রয়াত ভারতীয় ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদির স্ত্রী শর্মিলা ঠাকুর জানালেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর কিভাবে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের জন্য ২০ লাখ টাকা সংগ্রহ করে দিয়েছিলেন। সেই সময়ে বিসিসিআই লাভজনক সংস্থা ছিল না এবং খেলোয়াড়দের পুরস্কার দেওয়ার জন্য তাদের কাছে কোনও টাকা ছিল না।
শর্মিলা ঠাকুর বলেন – “তিনি (লতা মঙ্গেশকর) ক্রিকেটের খুব পছন্দ করতেন। ১৯৮৩ সালে যখন আমরা বিশ্বকাপ জিতি, তিনি তাঁর ভাইয়ের (হৃদয়নাথ মঙ্গেশকর) সাথে তহবিল সংগ্রহ করেছিলেন। ভারতীয় ক্রিকেট দলের জন্য ২০ লক্ষ টাকা সংগ্রহ করেছিলেন। প্রত্যেক ক্রিকেটার ১ লক্ষ টাকা করে পেয়েছিলেন সেই সময়। ” তিনি আরও বলেন – “সেই সময়ে বিসিসিআই-এর কাছে এত টাকা ছিল না। তাই তহবিল জোগাড় করতে তিনি কনসার্ট করেন। এমনকি গোয়ার জন্য, সুধীর ফাডকের (যিনি গোয়া স্বাধীনতা আন্দোলনে জড়িত ছিলেন) সাথে একটি কনসার্ট করেছিলেন।”
১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য কীর্তি আজাদ, ট্যুইটারে একটি ছবি পোস্ট করেছেন। সাদা কালো সেই ছবিতে নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে লতা মঙ্গেশকর বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে (ট্রফির ঠিক পিছনে) দাঁড়িয়ে আছেন। সঙ্গে ছিলেন অধিনায়ক কপিল দেব ও মহিন্দর অমরনাথ।
আজাদ লিখেছেন, “লতা দিদি আমরা আপনাকে মিস করব। ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দল কখনোই আপনার অবদান ভুলবে না। দলের তহবিল সংগ্রহের জন্য ইন্দ্রপ্রস্থ স্টেডিয়ামে (এখন IGI স্টেডিয়াম) কনসার্ট করেছিলেন। আমরা সারাজীবন আপনার কাছে ঋণী।” BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলীও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইট করেছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন