টাইম ম্যাগাজিনে ১০ দশকের সেরা ১০০ সিনেমার তালিকায় একমাত্র ভারতীয় ছবি ‘পথের পাঁচালি’

আবারও প্রমাণিত হল, কিংবদন্তি সত্যজিৎ রায়ের এই মাস্টারপিসের বিকল্প ভারতীয় সিনেমা এখনও খুঁজে পায়নি।
পথের পাঁচালী ছবির দৃশ্য
পথের পাঁচালী ছবির দৃশ্যফাইল ছবি
Published on

আবারও বিশ্বমঞ্চে সমাদৃত হল সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’। মুক্তির ৬৮ বছর পরেও গোটা বিশ্বের সামনে ভারতের প্রতিনিধিত্ব করল অজপাড়াগাঁ নিশ্চিন্দিপুরের অপুর কাহিনী। আবারও প্রমাণিত হল, কিংবদন্তি সত্যজিৎ রায়ের এই মাস্টারপিসের বিকল্প ভারতীয় সিনেমা জগৎ এখনও খুঁজে পায়নি। সম্প্রতি জনপ্রিয় টাইম ম্যাগাজিনে প্রকাশিত ১০ দশকের সেরা ১০০ সিনেমার তালিকায় একমাত্র ভারতীয় সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আম আঁটির ভেঁপু’ উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি।

সম্প্রতি টাইম ম্যাগাজিন ১৯২০ থেকে ২০২০ সাল পর্যন্ত ১০ দশকের সেরা ১০০ চলচ্চিত্রের একটি তালিকা প্রকাশ করেছে। জনপ্রিয় চলচিত্র সমালোচক স্টিফনি জাচরেক অনেক সূক্ষ্ম ঝাড়াই-বাছাইয়ের পর এই তালিকা তৈরি করেছেন। তালিকা শুরু হয়েছে আইকনিক ছবি The Cabinet of Dr. Caligari (1920) দিয়ে এবং সর্বশেষে রয়েছে কুয়েন্টিন ট্যারেন্টিনোর ছবি Once Upon a Time in Hollywood (2019)। সেই তালিকাতেই একমাত্র ভারতীয় চলচ্চিত্র হিসেবে রয়েছে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আম আঁটির ভেঁপু’ উপন্যাস অবলম্বনে ১৯৫৫ সালে তৈরি ‘পথের পাঁচালি’ দিয়েই চলচ্চিত্র পরিচালনা জগতে আবির্ভূত হন সত্যজিৎ রায়। নিশ্চিন্দিপুরের অপু-দুর্গার গল্প মুহূর্তে বাংলা তথা ভারত-সহ গোটা বিশ্বের মন জয় করে নেয়। সাদা কাশফুলে মোড়া বনের মধ্যে রেলগাড়ির সঙ্গে ছুটে চলা অপু-দুর্গা হোক কিংবা প্রচণ্ড দুর্যোগের রাতে প্রদীপের টিমটিমে আলোয় সর্বজয়ার সন্তানহারা বুকফাটা কান্না, বিভূতিভূষণের কলম আর সত্যজিতের চলচ্চিত্র শিল্পের যুগলবন্দী এক লহমায় ‘পথের পাঁচালি’কে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে দেয়। মুক্তির পর ৬৮ বছর ধরে বিশ্বমঞ্চে ‘পথের পাঁচালি’ সেরার সেরা হিসেবে ভারতীয় চলচ্চিত্রের ধ্বজা বয়ে চলেছে। আগেও ২০০৫ সালে টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে বিশ্বের সর্বকালের সেরা ১০০ ছবির তালিকায় ‘পথের পাঁচালি’কে রাখা হয়েছিল।

‘পথের পাঁচালি’ ছাড়াও বিশ্ব সিনে দুনিয়ার একাধিক ছবি জায়গা করে নিয়েছে চলচিত্র সমালোচক স্টিফনি জাচরেকের দশ দশকের সেরা ১০০ ছবির তালিকায়। রয়েছে Bicycle Thieves, Breathless, Gone With the Wind, Seven Samurai-এর মতো আইকনিক ক্লাসিক ছবিগুলি। পাশাপাশি, এই তালিকায় জায়গা করে নিয়েছে ET the Extra-Terrestrial এবং The Empire Strikes Back-এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলিও। তালিকায় এশীয় সিনেমার প্রতিনিধিত্ব করছে ওয়ং কার-ওয়াই পরিচালিত ছবি In the Mood for Love এবং Chungking Express।  

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in