Mukul Dev: ফের শোকের ছায়া বলিউডে! মাত্র ৫৪-তেই প্রয়াত অভিনেতা মুকুল দেব

People's Reporter: জানা গেছে, দিন কয়েক ধরেই অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি ছিলেন মুকুল। তাঁকে আইসিইউতেও রাখা হয়।
মুকুল দেব
মুকুল দেবছবি - সংগৃহীত
Published on

ফের শোকের ছায়া বলিউডে। প্রয়াত অভিনেতা মুকুল দেব। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। জানা গেছে, শুক্রবার গভীর রাতে দিল্লিতে মৃত্যু হয় অভিনেতার। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ‘সন অফ সর্দার’ ছবির সহ-অভিনেতা বিন্দু দারা সিং। মুকুল দেবের ভাই রাহুল দেবও চলচ্চিত্র জগতের অতি পরিচিত মুখ।

মুম্বাইয়ের টেলিভিশন থেকে ফিল্মি দুনিয়ায় অতি পরিচিত মুখ ছিলেন মুকুল দেব। জানা গেছে, দিন কয়েক ধরেই অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি ছিলেন মুকুল। তাঁকে আইসিইউতেও রাখা হয়। অভিনেতার আকস্মিক মৃত্যুতে বিন্দু দারা সিংয়ের আক্ষেপ, “মুকুল নিজেকে বড় পর্দায় দেখে যেতে পারল না"।

বিন্দু জানিয়েছেন, একাকিত্বে ভুগছিলেন মুকুল। তাঁর কথায়, "বাবা-মায়ের মৃত্যুর পর মুকুল নিজেকে গুটিয়ে রেখেছিলেন। এমনকি তিনি ঘর থেকে বের হতেন না বা কারও সাথে দেখা করতেন না। গত কয়েকদিন ধরে ওঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়। মুকুলের ভাই এবং ওঁর পরিবার-পরিজনদের প্রতি আমার সমবেদনা। অসাধারণ একজন মানুষ ছিলেন মুকুল। আমরা সবাই ওঁকে খুব মিস করব"।

মুকুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর আর এক সহ-অভিনেতা মনোজ বাজপেয়ী।

মুকুলের এক বান্ধবী অথা অভিনেত্রী দীপশিখা নাগপালও ইনস্টাগ্রামে প্রয়াত অভিনেতার সঙ্গে একটি ছবি পোস্ট করে শোকপ্রকাশ করেছেন। দীপশিখার আক্ষেপ, “মুকুল কখনও ওঁর শরীর-স্বাস্থ্য নিয়ে আমাদের কারও সঙ্গে কথা বলেনি। হোয়াটসঅ্যাপে বন্ধুদের গ্রুপে প্রায়শই কথা হত ওঁর সঙ্গে। তার পর সকালে এই খবর শুনে ঘুম থেকে উঠলাম। ও আর কখনও আমাদের ফোন ধরবে না"।

ছোট পর্দা থেকে অভিনয় জীবন শুরু হয় মুকুলের। তবে বড় পর্দাতেও একাধিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর প্রথম ছবি ‘দস্তক’-এ এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। এই ছবি দিয়ে বলিউডে পা রাখেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। এছাড়া সলমন খানের 'জয় হো' ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করেন মুকুল। 'সন অফ সর্দার' ছবিতেও তাঁর অভিনয় নজর কেড়েছে সকলের। হিন্দির পাশাপাশি, মালয়ালি, গুজরাতি, পঞ্জাবি, মরাঠি, ইংরেজি এবং বাংলা ছবিও রয়েছে।

অভিনেতার বাংলা তালিকায় রয়েছে ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’-এর মতো একাধিক উল্লেখযোগ্য ছবি। এই সব কটি ছবিতেই নায়ক ছিলেন জিৎ। এছাড়া কিলা, ওয়াজুদ, কোহরাম এবং মুঝে মেরি বিভি সে বাঁচাও -এর মতো চলচ্চিত্রের অংশ ছিলেন মুকুল। পাশাপাশি, দূরদর্শনের 'এক সে বড় কর এক', একটি কমেডি বলিউড কাউন্টডাউন শোতেও অভিনয় করেছিলেন।

নয়াদিল্লিতে একটি পাঞ্জাবি পরিবারে জন্ম মুকুল দেবের। বড় ভাই রাহুল দেবও জনপ্রিয় অভিনেতা। মুকুলের বাবা হরি দেব ছিলেন সহকারী পুলিশ কমিশনার। অভিনয়ের পাশাপাশি পাশতু এবং ফার্সি ভাষায় দক্ষ ছিলেন তিনি। এছাড়া ‘ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমি’র একজন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটও ছিলেন মুকুল।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in