Salman Khan: ফের খুনের হুমকি পেলেন সলমন খান, এক সপ্তাহে দ্বিতীয় বার, দাবি করা হল ২ কোটি টাকা

People's Reporter: দিন দু’ই আগে খুনের হুমকি পান সলমন খান। তবে শুধু সলমন নয়, খুনের হুমকি দেওয়া হয় প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকেও।
সলমন খান
সলমন খানফাইল ছবি সংগৃহীত
Published on

ফের খুনের হুমকি পেলেন বলিউড ভাইজান সলমন খান। দু’কোটি টাকা দাবি করে মুম্বাই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে হুমকি বার্তা দেওয়া হয়। জানানো হয়, টাকা না দিলে অভিনেতাকে খুন করা হবে। ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে মামলা রজু করেছে ওরলি থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

দিন দু’ই আগে খুনের হুমকি পান সলমন খান। তবে শুধু সলমন নয়, খুনের হুমকি দেওয়া হয় প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিককেও। এই অভিযোগের ভিত্তিতে সোমবার উত্তর প্রদেশের নয়ডা থেকে গ্রেফতার করা হয় ২০ বছর বয়সী এক যুবককে। মঙ্গলবার তাঁকে মুম্বাই আনা হয়। জানা গেছে, অভিযুক্তকে ছ’দিনের পুলিশি হেফাজত দিয়েছে আদালত।

এবিষয়ে মুম্বাইয়ের নির্মল নগর থানার এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার পূর্ব বান্দ্রায় অবস্থিত জিশান সিদ্দিকির জনসংযোগ দফতরে প্রথমে বিধায়ক জিশান সিদ্দিকির হেল্পলাইন নম্বরে একটি হুমকির মেসেজ পাঠানো হয়। পরে ভয়েস কলে দেওয়া হয় হুমকি বার্তা। সোমবার এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল এবং প্রযুক্তিগত প্রমাণের সাহায্যে নয়ডা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

বাবা সিদ্দিকির মৃত্যুর পর জিশান সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, বাবার মৃত্যুর পর বলিউড অভিনেতা সলমন খান তাঁর নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। কিছুদিন আগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে সলমন খানকে হুমকি দেওয়ার অভিযোগে জামশেদপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর মুম্বাইয়ে বান্দ্রায় জিশানের কার্যালয়ের সামনে গুলি করে খুন করা হয় এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে। এর পর তদন্তে নেমে একে একে ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার পর পরই সলমনকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। উল্লেখ্য, সলমন সিদ্দিকি-ঘনিষ্ঠ বলেই পরিচিত। 

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in