মিঠুন চক্রবর্তীর বাড়িতে RSS প্রধান মোহন ভাগবত - রাজনৈতিক মহলে জল্পনা

'আধ‍্যাত্মিক যোগ রয়েছে' বলে RSS প্রধানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গ এড়ালেন মিঠুন চক্রবর্তী
মিঠুন চক্রবর্তী ও মোহন ভাগবত
মিঠুন চক্রবর্তী ও মোহন ভাগবতফাইল ছবি সংগৃহীত
Published on

বিধানসভা নির্বাচন প্রায় এসেই গিয়েছে। যে যার মতো নিজের ঘর গোছাতে ব্যস্ত সব রাজনৈতিক দলই। এরই মধ্যে আজ অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করতে মুম্বইয়ে তাঁর বাড়ি গেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আর এই সাক্ষাৎ ঘিরেই জল্পনা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, এদিন মিঠুনের সঙ্গে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক হয় মোহন ভাগবতের। তবে বৈঠকের বিষয় নিয়ে মুখ খুলতে চাননি মোহন ভাগবত। মিঠুন জানান, "ওনার সঙ্গে আমার আধ্যাত্মিক যোগ রয়েছে। লখনউতে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল একবার। তখনই ওনাকে আমার বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম। সেই আমন্ত্রণ রক্ষা করতেই উনি এসেছিলেন।"

বাঙালির কাছে মিঠুন আজও সমান জনপ্রিয়। তাই এই মুহূর্তে এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বাংলার রাজনৈতিক মহল। তবে রাজ‍্যসভার প্রাক্তন সাংসদ মিঠুনের অনুরোধ, এই ঘটনা নিয়ে যেন কোনো জল্পনা তৈরি না হয়। প্রায় দেড় বছর আগে ২০১৯ সালের অক্টোবর মাসে নাগপুরে আরএসএসের সদর দফতরে গিয়ে মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করেছিলেন মিঠুন চক্রবর্তী।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in