দেশের প্রথম দলিত অভিনেত্রীকে Doodle-এ সম্মান Google-এর, জেনে নিন কে তিনি

দলিত হয়েও ছবিতে একটি উচ্চ বর্ণের মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন রোজি। এই অভিনয়ের জন্য উচ্চবর্ণের রোষানলে পড়তে হয় তাঁকে। রোজির বাড়িও পুড়িয়ে দেওয়া হয়।
পিকে রোজির ডুডুল
পিকে রোজির ডুডুল ছবি সংগৃহীত

মালয়ালাম সিনেমার প্রথম অভিনেত্রী তথা দেশের প্রথম দলিত অভিনেত্রী পি কে রোজির ১২০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ডুডলের (Doodle) মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করলো গুগল (Google)।

১৯০৩ সালে আজকের দিনেই কেরালার তিরুঅনন্তপুরমে জন্মগ্রহণ করেন রোজি। ছোট বয়স থেকেই অভিনয়ের প্রতি টান তৈরি হয়েছিল তাঁর। ১৯২৮ সালে জে সি ড্যানিয়েলের তৈরি নীরব মালয়ালম ছবি - 'বিগাথাকুমারন' (দ্য লস্ট চাইল্ড)-এ প্রধান মহিলা চরিত্রে অভিনয় করার পর তিনি জনপ্রিয়তা পান। এই ছবিতে অভিনয়ের জন্য জনগণের রোষের মুখেও পড়েন তিনি।

দলিত হয়েও ছবিতে একটি উচ্চ বর্ণের মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে একটি দৃশ্য ছিল, যেখানে ছবির প্রধান পুরুষ চরিত্রটিকে রোজির চুলে লাগানো ফুলে চুমু খেতে দেখা যায়।  দৃশ্যটির জন্য জনতার রোষানলে পড়তে হয় তাঁকে। একজন দলিত মহিলাকে উচ্চবর্ণের মহিলার চরিত্রে অভিনয় করতে দেখে ক্ষুব্ধ হন উচ্চবর্ণের লোকেরা। তারা রোজির বাড়ি পুড়িয়ে দেন। তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। পরিস্থিতি এমন হয় যে রাজ্য ছেড়ে চলে যান তিনি।

জানা যায়, একটি লরিতে করে কেরালা ছেড়ে তামিল নাড়ু চলে যান রোজি। সেখানে ওই লরি চালক কেসাভান পিল্লাইকে বিয়ে করেন এবং রাজাম্মা' হিসেবে স্থায়ীভাবে থাকতে শুরু করেন।

নিজের সংক্ষিপ্ত চলচ্চিত্র-কেরিয়ারে রোজি একাধিক ছক ভেঙেছিলেন। সেই সময় সিনেমা জগতে মহিলাদের অভিনয় করাকে ভালো চোখে দেখা হতো না। সমাজের এই চোখরাঙানিকে উপেক্ষা করে ছবি করেছেন তিনি। জীবদ্দশায় কোনও স্বীকৃতি না পেলেও, তাঁর কাজ, জীবনযাত্রা আজও বহু মানুষের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। মালয়ালম সিনেমা জগতে অভিনেত্রীদের একটি অংশ নিজেদের নাম দিয়েছে পিকে রোজি ফিল্ম সোসাইটি।

পিকে রোজির ডুডুল
Grammy Awards 2023: তৃতীয় গ্র্যামি পুরস্কার জিতে নজির ভারতীয় বংশোদ্ভূত রিকি কেজের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in