Nitin Desai: লগান থেকে দেবদাস - প্রখ্যাত শিল্প নির্দেশক নীতিন দেশাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার

সূত্র অনুসারে, আর্থিক সংকটে ভুগছিলেন শিল্প নির্দেশক দেশাই। কারজাটের বিজেপি বিধায়ক মহেশ বালাদি দাবি করেছেন, গত চার বছরে দেশাইয়ের হাতে বিশেষ কাজ ছিল না। তাই তিনি আর্থিক সংকটে ভুগছিলেন।
প্রয়াত শিল্প নির্দেশক নীতিন দেশাই
প্রয়াত শিল্প নির্দেশক নীতিন দেশাইফাইল ছবি সংগৃহীত

প্রখ্যাত শিল্প নির্দেশক এবং সেট ডিজাইনার নীতিন চন্দ্রকান্ত দেশাইয়ের মৃতদেহ উদ্ধার হল তাঁরই স্টুডিও থেকে। স্টুডিও থেকে পরিচালকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

রায়গড়ের এসপি সোমনাথ ঘাড়গে জানিয়েছেন, বুধবার সকালে এন ডি স্টুডিও থেকে নীতিন দেশাইয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

সূত্র অনুসারে, আর্থিক সংকটে ভুগছিলেন শিল্প নির্দেশক দেশাই। কারজাটের বিজেপি বিধায়ক মহেশ বালাদি দাবি করেছেন, গত চার বছরে দেশাইয়ের হাতে বিশেষ কাজ ছিল না। তাই তিনি আর্থিক সংকটে ভুগছিলেন।

৫৭ বছর বয়সী দেশাই শিল্প নির্দেশনায় বিশেষ পারদর্শিতার জন্য খ্যাত ছিলেন। দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে তিনি শিল্প নির্দেশনার সঙ্গে যুক্ত ছিলেন। লগান, দেবদাস, যোধা আকবর, মুন্নাভাই এমবিবিএস এবং লাগে রহো মুন্নাভাই চলচ্চিত্রে তাঁর শিল্প নির্দেশনা সাড়া জাগিয়েছিল। এছাড়াও হাম দিল দে চুকে সনম (২০০০), বাবাসাহেব আম্বেদকর (১৯৯৯), লগান (২০০২), এবং দেবদাস (২০০৩) ছবিতে শিল্প নির্দেশনার জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেন।

২০০৫ সালে মুম্বাই থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে রায়গড় জেলার কারজাটে ৫২ একর জমির ওপর তিনি তাঁর স্টুডিও তৈরি করেন। পরিচিত মহলে তিনি জানিয়েছিলেন এই এন ডি স্টুডিও তাঁর স্বপ্নের প্রকল্প।

নীতিন দেশাইয়ের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের বিশিষ্টজনেরা। বিশিষ্ট অভিনেতা রীতেশ দেশমুখ এক ট্যুইট বার্তায় নীতিন দেশাইয়ের মৃত্যুতে শোক জ্ঞাপন করে লিখেছেন, নীতিন দেশাইয়ের মৃত্যুর খবর পেয়ে আমি শোকাহত। ভারতীয় চলচ্চিত্র জগতে প্রখ্যাত এই শিল্প নির্দেশকের অবদান ভোলবার নয়। তাঁকে আমি বহুবছর ধরে চিনতাম। তাঁর পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই।  

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in