
জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যু ঘিরে রহস্য আরও গভীর হচ্ছে। ঘটনায় এবার আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) গ্রেফতার করল গায়কের আত্মীয় সন্দীপন গর্গকে। সন্দীপন আসাম পুলিশ সার্ভিসের ডেপুটি সুপারিনটেনডেন্ট পদে কর্মরত। এই মামলায় এটা পঞ্চম গ্রেফতারি। ইতিমধ্যেই খুন, খুনের চেষ্টাসহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
গ্রেফতারে পরে সন্দীপনকে স্থানীয় আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতে পাঠান। যদিও SIT-এর তরফে ১৪ দিনের হেফাজতের আবেদন করা হয়েছিল।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিন গর্গ-এর। তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। ২০ ও ২১ তারিখ তাঁর সেখানে অনুষ্ঠান করার কথা ছিল। যদিও অনুষ্ঠানের আগেই 'জলে ডুবে' তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার দিন ইয়টে জুবিনের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর ভাই সন্দীপন গর্গ। জানা গেছে, এটাই সন্দীপনের প্রথম বিদেশ সফর ছিল। দুর্ঘটনার পর তিনি দেশে ফিরে আসেন জুবিনের ব্যক্তিগত কিছু সামগ্রী নিয়ে। পরবর্তীতে একটি ফেসবুক পোস্টে তিনি জানান, SIT-এর তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং তাঁর কাছে গোপন করার কিছুই নেই।
এরপরেই একটানা পাঁচ দিনের জিজ্ঞাসাবাদের পর সন্দীপনকে গ্রেফতার করে SIT। তদন্তকারীদের দাবি, তাঁর জবানবন্দিতে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে।
আসাম পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (CID) স্পেশ্যাল ডিরেক্টর জেনারেল মুন্না গুপ্ত জানিয়েছেন, সন্দীপনকে আজ গ্রেপ্তার করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিভাগ পরবর্তী ব্যবস্থা নেবে। তবে কেন এখনো তাঁকে সাসপেন্ড করা হয়নি, সে বিষয়ে গুপ্ত জানান, গ্রেফতারের পরবর্তী পদক্ষেপ সংশ্লিষ্ট দফতরই নেবে।
এর আগে ২ অক্টোবর জুবিনের ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী এবং সহ-গায়িকা অমৃতপ্রভা মহান্তকে গ্রেফতার করে SIT। তাঁরা দু’জনেই ওই ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন। সূত্রের দাবি, ঘটনার সময় শেখর জুবিনের একদম কাছেই সাঁতার কাটছিলেন, আর অমৃতপ্রভা তাঁদের ভিডিও তুলছিলেন মোবাইলে।
এরও একদিন আগে, ১ অক্টোবর গ্রেফতার হয়েছিলেন জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর ম্যানেজার শ্যামকানু মহান্ত।
যদিও শেখর জ্যোতি গোস্বামীর অভিযোগ, সিদ্ধার্থ শর্মা এবং শ্যামকানু মহন্ত পরিকল্পিতভাবেই জুবিনকে বিষ প্রয়োগ করে হত্যা করেছেন। ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখানোর ষড়যন্ত্রও হয়েছে বলে দাবি তাঁর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন