

এবার প্রতারণার ফাঁদ নেটফ্লিক্সে। রিচার্জ করতে গিয়ে হ্যাকারদের কবলে পড়ছেন বহু মানুষ। লক্ষ লক্ষ টাকা জালিয়াতি হচ্ছে। সম্প্রতি বিশ্বের বেশ কয়েকটি দেশে এই ধরণের ঘটনার খবর মিলেছে। এই ঘটনা সামনে আসার পর থেকেই জারি করা হয়েছে সতর্কবার্তা। যদিও ভারতে এই ধরণের ঘটনা এখনও ঘটেনি।
প্রতিদিন নিত্যনতুন জালিয়াতির খবর প্রকাশ্যে আসছে। আর এবার সাইবার অপরাধীরা ওটিটি প্লাটফর্মকে বেছে নিয়েছেন জালিয়াতির জন্য। ওটিটি প্লাটফর্মগুলির মধ্যে বেশ জনপ্রিয় নেটফ্লিক্স। বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ গ্রাহক রয়েছে তাদের। জানা যাচ্ছে, ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, অস্ট্রেলিয়া-সহ ২৩ টি দেশের গ্রাহকরা এই জালিয়াতির শিকার হয়েছেন।
কীভাবে হচ্ছে এই জালিয়াতি? সাইবার নিরাপত্তা বিষায়ক দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নেটফ্লিক্সের অনুকরণে তৈরি হচ্ছে একাধিক ভুয়ো ওয়েবসাইট। হুবহু নেটফ্লিক্সের লোগো দেওয়া নকল পেজও তৈরি হচ্ছে। সেই সব ওয়েবসাইট থেকে নেটফ্লিক্স গ্রাহকদের এসএমএস বা ইমেলের মাধ্যমে রিচার্জ করতে বলা হচ্ছে। এমনকি রিচার্জের প্ল্যানেও বিস্তর ছাড় দিয়ে প্রলোভন দেখানো হচ্ছে গ্রাহকদের।
সাইবার নিরাপত্তা দফতর থেকে আরও জানানো হচ্ছে, এসএমএস বা ইমেলে পাঠানো হচ্ছে লিঙ্ক। সেই লিঙ্ক খুললে হুবহু নেটফ্লিক্সের পেজ খুলে যাচ্ছে। সেই লিঙ্কেই টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। চাওয়া হচ্ছে গ্রাহকের ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্যও।গ্রাহকরা বুঝতে না পেরে টাকা দিয়ে বিপদে পড়ছে।
এই ধরণে জালিয়াতি থেকে বাঁচতে নেটফ্লিক্স গ্রাহকদের সতর্ক থাকতে বলা হচ্ছে। জানানো হচ্ছে, নেটফ্লিক্সের তরফ থেকে এই রকম এসএমএস বা ইমেলে কোনও লিঙ্ক এলে, তা ক্লিক করবেন না। এমনকি রিচার্জ করার আগে দেখে নিতে বলা হচ্ছে সেটি অফিশিয়াল ওয়েবসাইট কিনা। এছাড়া, যদি বারবার ইমেল বা এসএমএসে টাকা চাওয়া হয়, তাহলে তাদের ভাষা বা টাকা চাওয়ার পদ্ধতিটি লক্ষ্য করতে বলা হয়েছে। কারণ কোনও নামী সংস্থার পক্ষ থেকে ইমেল বা এসএমএসের মাধ্যমে টাকা লেনদেন করতে বলা হয় না।
এছাড়া ওই ওয়েবসাইটের ইউআরএল –এর বানান বা ব্যাকারণগত ভুল থাকবে বলে জানানো হয়েছে। যদি ভুলবশত লিঙ্ক খুলে যায় তাহলে সঙ্গে সঙ্গে নেটফ্লিক্সের পাসওয়ার্ড বদলে ফেলার কথা বলা হয়েছে। এছাড়া যদি নিজের ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য শেয়ার হয়ে যায়, তাহলে ব্যাঙ্কে যোগাযোগ করে পরামর্শ নেওয়ার কথাও জানানো হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন