Nana Patekar: শ্যুটিং চলাকালীন ভক্তকে চড়! অবশেষে মুখ খুললেন নানা পাটেকর

People's Reporter: নানা পাটেকর বলেন, আমি ভেবেছিলাম আমাদের সেটেরই কেউ হবে। তাই সিনেমার দৃশ্য অনুযায়ী তাকে চড় মেরে বলি, অসভ্যতাম হচ্ছে! চলে যাও এখান থেকে।
নানা পাটেকর
নানা পাটেকরছবি - সংগৃহীত
Published on

সিনেমার শ্যুটিং চলাকালীন এক ভক্তকে চড় মারা নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। সিনেমার দৃশ্য হিসেবেই চড় মেরেছিলেন বলে দাবি করলেন তিনি। ভিডিও করে ক্ষমাও চাইলেন নানা পাটেকর।

বুধবার নানা পাটেকরের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় নানা পাটেকর এক ভক্তকে চড় মারছেন। ওই অজ্ঞাত পরিচয়ের যুবক শুধু অভিনেতার সাথে একটি সেলফি তুলতে গিয়েছিলেন। বদলে মাথার পেছনে একটি মার জুটলো। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নানা পাটেকরের সমালোচনা করেন নেটিজেনরা।

ওই অপ্রীতিকর ঘটনার পর ভিডিও করে ক্ষমা চাইলেন নানা পাটেকর। তিনি বলেন, "বারাণসীতে 'জার্নি' (Journey) সিনেমার শ্যুটিং চলছিল। সিনেমার একটি জায়গায় চড় মারার দৃশ্য ছিল। একবার দৃশ্যটি শ্যুট হয়ে যাওয়ার পর রিটেক হয়। তখনই ওই ছেলেটি সেলফি নিতে আসে। আমি ভেবেছিলাম আমাদের সেটেরই কেউ হবে। তাই সিনেমার দৃশ্য অনুযায়ী তাকে চড় মেরে বলি, অসভ্যতাম হচ্ছে! চলে যাও এখান থেকে। পরে যখন ডাকতে যাই তখন সে ভয়তে হয়তো পালিয়ে যায়"।

তিনি আরও বলেন, "ওই ছেলেটি আমার কোনো দর্শক জানলে এমন কাজ কোনোদিনই করতাম না। অনেক ছেলেই তো সেটে কাজ করে তাই সকলকে চেনা সম্ভব নয়। হয়তো তার কোনো বন্ধু ভিডিও করছিলো। সেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। এটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝি হয়েছে। আমি কাউকে কোনোদিন ছবি তোলার জন্য না বলি না। তাও বলছি আমার এই কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী"।

নানা পাটেকর
Pippa: ‘কারার ওই লৌহ-কপাট’ বিতর্কে ক্ষমাপ্রার্থনা নির্মাতাদের, এখনও মুখ বন্ধ এ আর রহমানের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in