জন্মদিনে শ্রাবন্তীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, 'সেরা উপহার' - অভিনেত্রীর মন্তব্যে শুরু জল্পনা

বিশেষ দিনে অভিনেত্রীর পর্ণশ্রীর বাড়িতে পৌঁছায় মুখ্যমন্ত্রীর বার্তা। সোশ্যাল মিডিয়ায় সেই চিঠি শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, 'ধন্যবাদ দিদি। জন্মদিনের সেরা উপহারটা পেলাম। এই সম্মানে ভীষণ খুশি।'
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ছবি শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সৌজন্যে

রাজনৈতিক মতাদর্শ আলাদা। কিন্তু তবুও অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৩ তারিখ জন্মদিন ছিল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। চিঠি পাঠিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

বিশেষ দিনে অভিনেত্রীর পর্ণশ্রীর বাড়িতে পৌঁছায় মুখ্যমন্ত্রীর বার্তা। সোশ্যাল মিডিয়ায় সেই চিঠি শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, 'ধন্যবাদ দিদি। জন্মদিনের সেরা উপহারটা পেলাম। এই সম্মানে ভীষণ খুশি।'

আপাতদৃষ্টিতে বিষয়টি সহজ সরল বলে মনে হলেও রাজনৈতিক মহলে এই নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে টলিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী রাজনীতিতে যোগ দেন। কেউ গেরুয়া শিবিরে আবার কেউ ঘাসফুলে। এঁদের অনেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কেউ হারেন, কেউ জেতেন।

তাঁদেরই একজন অভিনেত্রী শ্রাবন্তী। তিনি যোগ দেন গেরুয়া শিবিরে। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র প্রার্থী হন তিনি। কিন্তু তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে পারেননি। বিপুল ভোটে পরাজিত হন। রাজনৈতিক সমীকরণ অন্য দিকে যাচ্ছে ঠিক এই কারণেই। নেট দুনিয়াও এই তালে তাল মেলাচ্ছে।

যদিও অনেকের দাবি, নিছক সৌজন্যবোধেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও অনেক টলিউড শিল্পী, বাংলার বিখ্যাত ব্যক্তিত্বদের জন্মদিনে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়টা তাঁর রীতি মেনেই হয়েছে। কিন্তু যে যাই বলুক না কেন, আলোচনা কিন্তু চলছেই।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in