Waheeda Rehman: এবছর দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রহমান

People's Reporter: অনুরাগ ঠাকুর নিজের ট্যুইটারে লেখেন, ভারতীয় চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ওয়াহিদা রহমান মহাশয়াকে ২০২৩ সালের দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে।
ওয়াহিদা রহমান
ওয়াহিদা রহমানছবি - সংগৃহীত

দাদাসাহেব লাইফটাইম অ্যাচিভমেন্ট আওয়ার্ড পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রহমান। মঙ্গলবার এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।

অনুরাগ ঠাকুর নিজের ট্যুইটারে (বর্তমানে এক্স প্ল্যাটফর্ম) লেখেন, "ভারতীয় চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ওয়াহিদা রহমান মহাশয়াকে ২০২৩ সালের দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে। এই ঘোষণা করতে পেরে আমি খুবই আনন্দ এবং গর্ব অনুভব করছি"।

তিনি আরও লেখেন, "হিন্দি সিনেমায় নিজের কাজের জন্য তিনি প্রচুর প্রশংসা পেয়েছেন। পেয়াসা, কাগাজ কে ফুল, চৌধাভি কা চাঁদ, সাহেব বিবি অর গুলাম, গাইড এবং খামোশি যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য। গত ৫ দশক ধরে তিনি অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন। নিজের দক্ষতায় চরিত্রগুলিকে দর্শকের কাছে ফুটিয়ে তুলেছেন। রেশমা এবং শেরা সিনেমার জন্য তিনি জাতীয় পুরস্কারও জিতেছিলেন। ভারতীয় নারী হিসেবে পেশাদারিত্বে শীর্ষে উঠে পদ্মভূষণ, পদ্মশ্রী সম্মানেও সম্মানিত হয়েছেন"।

গতবার দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী আশা পারেখ। ৬৮তম জাতীয় চলচ্চিত্র উৎসবে রাষ্ট্রপতির সভাপতিত্বে দাদাসাহেব ফালকে পুরস্কার তুলে দেওয়া হয়েছিল তাঁর হাতে।

উল্লেখ্য, ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে পরিচিত দাদাসাহেব ফালকে। তিনি ৯০টি পূর্ণ দৈর্ঘ্যের এবং ২৭টি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা করেছিলেন। ২ দশক ধরে চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুর দু'দশকেরও বেশি সময় পর ভারত সরকার ১৯৬৯ সাল থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া চালু হয়।

ওয়াহিদা রহমান
বিচারব্যবস্থা ও সমাজের জন্য ‘সিংহম’র মতো সিনেমা ক্ষতিকর, দাবি বোম্বে হাইকোর্টের বিচারপতি
ওয়াহিদা রহমান
Govinda: ১০০০ কোটি টাকার প্রতারণার সাথে নাম জড়ালো গোবিন্দার! শীঘ্রই জেরা করা হবে অভিনেতাকে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in