আশির দশকের কলকাতার 'বাম-কংগ্রেস' দ্বন্দ্ব উঠে আসবে বাংলা ছবিতে, অভিনয়ে স্বস্তিকা-পরম

জুলাইতেই শুরু হবে এই ছবির শ্যুটিং। স্বস্তিকা-পরমব্রত ছাড়াও ছবিতে রয়েছেন মমতাশঙ্কর, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়। ‘পলিটিক্যাল-ড্রামা’ ঘরনার এই ছবি বাঙালি দর্শকদের সামনে আসবে খুব শিগগিরই।
স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়
স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ফাইল চিত্র - সংগৃহীত

জুলাইয়ে শ্যুটিং শুরু হতে চলেছে নতুন বাংলা ছবির। আবার রুপোলি পর্দায় জুটি বাঁধতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। বেশ কয়েক বছর বাদে পর্দায় দেখা যাবে এই জুটিকে। বাংলায় এবার আশির দশকের রাজনৈতিক প্রেক্ষাপটে ছবি বানাতে চলেছেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য।

ছবির প্রেক্ষাপট ৮০-এর দশকের শহর কলকাতা। সেই আমলে ঘটে যাওয়া তৎকালীন বামফ্রন্ট ও কংগ্রেসের দ্বন্দ্বের জেরে, রাজনৈতিক অরাজকতার প্রতিচ্ছবি উঠে আসবে এই নতুন ছবিতে। রাজনৈতিক বিষয় নিয়ে ছবি বাংলাতে বহুল প্রচলিত বিষয় নয়। তবে ইদানিং রাজনৈতিক ছবি তৈরির সংখ্যা অল্প হলেও বাড়ছে। সেই ঘরানাতেই নিজের গল্প সাজিয়েছেন ছবির পরিচালক। ছবিটি একটি বিশেষ সময় পিরিয়ডের ছবি। ছবির ঘটনার কেন্দ্রে রাখা হয়েছে কলকাতা সংলগ্ন, হাওড়ার শিবপুর এলাকা। আপাতত জানা জানা যাচ্ছে পরিচালক অরিন্দম ভট্টাচার্যের এই ছবির নামও ‘শিবপুর’ ঠিক করা হয়েছে। ছবিতে বহুদিন বাদে দেখা যাবে স্বস্তিকা-পরমব্রত জুটিকে। যা এই ছবির একটি ইউ.এস.পি।

সূত্রের খবর, ছবিতে উঠে আসবে কিভাবে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, আই.পি.এস সুলতান সিংহকে নিয়ে এই অরাজক রাজনৈতিক পরিস্থিতি দমন করেছিলেন। সেইসময়ে সাধারণ মানুষের অবস্থা কিরম ছিল? দাঙ্গা-হানাহানির মধ্যে মানুষের নাজেহাল জীবনচিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতেই পরিচালকের এই প্রয়াস। এই ছবিতে পরিচালকের তুরুপের তাস স্বস্তিকা মুখোপাধ্যায়। বরাবরই রাজনৈতিক ভাবে সক্রিয় এই অভিনেত্রীকে বিভিন্ন সময়ে পর্দায় বিভিন্ন ধরণের চরিত্র ফুটিয়ে তুলতে দেখা যায়।

এই ছবিতে তাঁর চরিত্রটি, অস্থির পরিস্থিতিতে দাঙ্গা-হানাহানিতে নিজের পরিবার আত্মীয়কে হারিয়েছেন। সেই মহিলা কিভাবে প্রশ্ন তুলেছেন, সেই দৃশ্যে স্বস্তিকাকে নির্বাচন করেছেন পরিচালক। পরমকে দেখা যাবে তৎকালীন আই.পি.এস অফিসার সুলতান সিংহের ভূমিকায়। পর্দায় মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়কে।

জুলাইতেই শুরু হবে এই ছবির শ্যুটিং। স্বস্তিকা-পরমব্রত ছাড়াও ছবিতে রয়েছেন মমতাশঙ্কর, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়। তবে স্বস্তিকা আর পরমব্রত ছবির মুখ্য দুই চরিত্র হলেও তাঁদের মধ্যে কোন প্রেমের কোন দৃষ্টিকোণ নেই বলেই জানিয়েছেন পরিচালক। নো-মেকআপ লুকে পর্দায় আসবেন স্বস্তিকা। ‘পলিটিক্যাল-ড্রামা’ ঘরনার এই ছবি বাঙালি দর্শকদের সামনে আসবে খুব শিগগিরই।

স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়
ভারতের জ্বলন্ত ইস্যু নিয়ে তৈরি A Holy Conspiracy! শেষবারের মতো দেখা যাবে সৌমিত্র-নাসির জুটি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in