

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুর খান। একজন সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি, তিনি দুই সন্তানের মা। পাশাপাশি, সামাজিক কাজেও সক্রিয় তিনি। এবার নায়িকার মুকুটে নয়া পালক। ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন তিনি।
২০১৪ সাল থেকে ইউনিসেফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত অভিনেত্রী। নারী শিক্ষা, লিঙ্গ সমতা, মৌলিক শিক্ষা, টিকাদান এবং মাতৃ দুগ্ধ সেবনের উপকারিতার মতো বিভিন্ন সচেতনতামূলক বিষয় নিয়ে কাজ করেছেন তিনি। এবার নয়া দায়িত্ব পেয়ে আপ্লুত অভিনেত্রী। তিনি বলেন, "প্রত্যেক শিশুর নিরাপত্তার, শিক্ষার, নিরাপদ পরিবেষের, স্বাস্থ্যর ও পুষ্টির অধিকার রয়েছে।"
করিনা বলেন, “ভারতের জাতীয় দূত হিসেবে ইউনিসেফের সঙ্গে আমার সম্পর্ক অব্যাহত রাখতে পেরে আমি সম্মানিত বোধ করছি।“ এর আগে ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসাবে কাজ করেছেন।
করিনা আরও বলেন, “এই পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় খুব কমই আছে। আমি আমার কণ্ঠস্বর এবং প্রভাব দুর্বল শিশুদের এবং তাদের অধিকারের জন্য বিশেষত শৈশব, শিক্ষা এবং লিঙ্গ সমতার জন্য ব্যবহার করার চেষ্টা করব। প্রতিটি শিশু যাতে সুন্দর শৈশব এবং সুরক্ষিত ভবিষ্যত পায়, সেটাই হবে আমাদের লক্ষ্য।“
নয়া দায়িত্ব পেয়ে অভিনেত্রী জানান, দুই সন্তানের মা হওয়ার কারণে তিনি বুঝতে পেরেছেন যে প্রতিটি সন্তানের "একটি মজবুত কণ্ঠস্বর প্রয়োজন"।
শিশুর আত্মবিশ্বাসের বিকাশের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন অভিনেত্রী, যাতে শিশুরা নতুন উদ্ভাবন করতে পারে এবং জীবনে বড় স্বপ্ন দেখতে পারে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন