Kangana Ranaut: ফিল্মফেয়ারেকে হুমকির জের, সেরা অভিনেত্রীর মনোনয়ন থেকে বাদ কঙ্গনার নাম

ম্যাগাজিন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার হুমকিও দেন তিনি। অভিনেত্রীর মন্তব্যে বেশ ক্ষুব্ধ হয়েছে ফিল্মফেয়ার। তারা সেরা অভিনেত্রীর নমিনেশন প্রত্যাহার করে নেয়।
সেরা অভিনেত্রীর মনোনয়ন থেকে বাদ কঙ্গনার নাম
সেরা অভিনেত্রীর মনোনয়ন থেকে বাদ কঙ্গনার নামগ্রাফিক্স সুমিত্রা নন্দন

ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করার হুমকি দিয়ে বেকায়দায় কঙ্গনা রানাউত। সেরা অভিনেত্রীর নমিনেশন থেকে অভিনেত্রীর নাম প্রত্যাহার করে নিল ফিল্মফেয়ার।

কঙ্গনা রানাউত ও জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ারের মধ্যে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। তা আরও চরম আকার ধারণ করে রবিবার। কঙ্গনা জানান, ফিল্মফেয়ার তাঁকে সেরা অভিনেত্রীর নমিনেশন পাঠানোয় তিনি খুশি নন। ম্যাগাজিন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার হুমকিও দেন তিনি। অভিনেত্রীর মন্তব্যে বেশ ক্ষুব্ধ হয় ফিল্মফেয়ার। এরপরেই সংস্থার পক্ষ থেকে সেরা অভিনেত্রীর নমিনেশন থেকে কঙ্গনার নাম প্রত্যাহার করে নেওয়া হয়। এর পাশাপাশি কঙ্গনার কথাকে 'মিথ্যা' বলে দাবি করেছে ম্যাগাজিন কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে ম্যাগাজিন কর্তৃপক্ষ জানায়, ফিল্মফেয়ারের বিরুদ্ধে অভিনেত্রীর বিদ্বেষমূলক বক্তব্য বেদনাদায়ক। এটি অযৌক্তিক। কঙ্গনাকে সেরা অভিনেত্রীর নমিনেশনের বিষয়টি জানানো হয়। তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য বর্তমান ঠিকানাও চাওয়া হয়। এছাড়াও ফিল্মফেয়ার কঙ্গনাকে বলেছিল, আপনাকে ৩০ আগস্ট মুম্বাইতে স্বাগত। আপনি আমাদের নিশ্চয়ই উত্তর দেবেন। কারণ আপনার সিট বুক করতে হবে।

উল্লেখ্য, কঙ্গনা এর আগে বলেন, আমাকে ফিল্মফেয়ারের তরফ থেকে একাধিকবার ফোন করা হয়। আমি থালাইভির জন্য নমিনেশন পাই। কিন্তু ফিল্মফেয়ারের মতো অনৈতিক, দুর্নীতিগ্রস্ত একটি সংস্থার সাথে কাজ করতে বা তাদের অনুষ্ঠানে যোগ দিতে আমি আগ্রহী নই। আমি ২০১৪ সাল থেকেই এদের কোনও অনুষ্ঠানে যাই না। কিন্তু অবাক হচ্ছি বারণ করা সত্ত্বেও তারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। কিছুতেই আমি আমার কাজের মর্যাদা ক্ষুণ্ণ করব না। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি আদালতে মামলা করব।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in