
বহু দিন ধরে জটিলতার পর অবশেষে বক্স অফিসে মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউতের ‘এমার্জেন্সি’। পুরো দেশ জুড়ে ২৫০০ টি শো পেয়েছে ছবিটি। ছবি মুক্তির পর এবার প্রকাশ্যে এল প্রথম দিনের আয়। স্যাকনিল্কের মতে, প্রথম দিন ছবিটি বড় অঙ্কের ব্যবসা না করলেও, গত কয়েক বছরে কঙ্গনার এটি সবচেয়ে বড় ধামাকা।
শুক্রবার মুক্তি পেয়েছে ‘এমার্জেন্সি’। স্যাকনিল্কের মতে, প্রথম দিন ছবিটি দেশজুড়ে ব্যবসা করেছে ২.৪ কোটি টাকার। এর আগে কঙ্গনা অভিনীত তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার জীবন অবলম্বনে নির্মিত ‘থালাইভি’ (২০২১) সিনেমাটি প্রথম দিনে ১.৪৬ কোটি টাকার ব্যবসা করেছিল। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘তেজস’ প্রথম দিনে ১.২৫ কোটি টাকা আয় করে। ২০২২ সালের অ্যাকশন ছবি 'ধাকড়' বক্স অফিসে প্রথম দিনে মাত্র ৫০ লক্ষ টাকা আয় করেছিল।
প্রায় এক দশক আগে ২০১৫ সালে কঙ্গনা রানউত এবং ইমরান খান অভিনীত ‘কাট্টি বাট্টি’ ৫.৩ কোটি টাকা আয় করেছিল। ২০১৭ সালের ছবি ‘রেঙ্গুন’ প্রথম দিনে ৫.১ কোটি টাকা আয় করেছিল। তবে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘মণিকর্ণিকা’ ৮.৭৫ কোটি টাকা আয় করেছিল। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছিল কঙ্গনা অভিনীত একটি হিট সিনেমা। যেটি সেসময় বিশ্বব্যাপী ২৫৮ কোটি টাকার ব্যবসা করে।
প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনকালে ‘জরুরি অবস্থা’ জারির সময়কার বিষয় নিয়েই তৈরি হয়েছে ‘এমারজেন্সি’। এই চলচ্চিত্রটির পরিচালনা এবং ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন বিজেপি সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ছবিটিতে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দ্বারা জারি করা ২১ মাসের বিতর্কিত জরুরি অবস্থার বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই সময়কে ভারতের গণতান্ত্রিক ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় হিসেবে প্রায়শই বর্ণনা করা হয়। ছবিটিতে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অনুপম খের, অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স তালপাড়ে এবং ফিল্ড মার্শাল স্যাম মানেকশের চরিত্রে মিলিন্দ সোমান অভিনয় করেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন