

পাঞ্জাবের কিরতপুর সহিবে কঙ্গনা রানাউতের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন কৃষকরা। বলিউড অভিনেত্রীকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। তিন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তার কারণেই ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন বিক্ষোভকারীরা।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি সাদা গাড়ির ভেতরে রয়েছেন কঙ্গনা রানাউত। গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন বহু মানুষ। বহু মহিলাও রয়েছেন এঁদের মধ্যে। প্রত্যেকের হাতে কৃষক সংগঠনের পতাকা রয়েছে। পুলিশ কর্মীদের ভিড় নিয়ন্ত্রণ করতে দেখা যাচ্ছে।
কঙ্গনা রানাউত নিজেও ইন্সটাগ্রাম স্টোরিতে ভিডিও পোস্ট করে দাবি করেছেন, "বেশ কিছু লোক আমাকে ঘিরে রেখেছে। আমাকে গালাগালি দিচ্ছেন তাঁরা। মেরে ফেলার হুমকি দিচ্ছেন। প্রকাশ্যে এগুলো হচ্ছে। আমার সাথে যদি সিকিউরিটি না থাকতো তাহলে কি হতো ভাবুন। এখানকার পরিস্থিতি অবিশ্বাস্য। আমি কি রাজনীতিবিদ? এটা কী ধরণের আচরণ?"
বেশ কিছুক্ষণ এই বিক্ষোভ চলাকালীন মহিলা অবরোধকারীদের সাথে কথা বলেন অভিনেত্রী। এরপর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
যদিও কৃষক নেতা রাকেশ টিকাইত জানিয়েছেন এই বিক্ষোভের বিষয়ে তিনি কিছুই জানেন না। সংবাদমাধ্যমের সামনে তিনি জানিয়েছেন, "আমার কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই। ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে প্রতিক্রিয়া জানাব।"
প্রসঙ্গত, বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কঙ্গনা রানাউত একাধিকবার কৃষকদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন। কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনকারীদের 'জঙ্গি', 'খালিস্তানী', 'অ্যান্টি-সোশ্যাল এলিমেন্ট' বলে উল্লেখ করেছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন
