ইন্দিরা গান্ধী, জরুরি অবস্থা নিয়ে ছবি পরিচালনা - 'আমার থেকে ভালো আর কেউ পারবে না' - দাবি কঙ্গনার

এর আগে তিনি বলেছিলেন, "এটি ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়। সঠিকভাবে বলতে গেলে এটি একটি পলিটিক্যাল ড্রামা, যা আমাদের প্রজন্মকে বর্তমান ভারতের আর্থ-সামাজিক অবস্থা বুঝতে সাহায্য করবে।"
কঙ্গনা রানাউত এবং ইন্দিরা গান্ধী
কঙ্গনা রানাউত এবং ইন্দিরা গান্ধীছবি সৌজন্যে দ্য কুইন্ট
Published on

প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর জীবনীর ওপর সিনেমা করছেন বিজেপি পন্থী হিসেবে পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। অভিনেত্রী নিজেই একথা জানিয়েছেন। অভিনেত্রীর কথায়, আর কেউ তাঁর থেকে ভালো পরিচালনা করতে পারতেন না ছবিটি। ছবির নাম রাখা হয়েছে 'এমার্জেন্সি'।

সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম কু-তে সিনেমা প্রসঙ্গে কঙ্গনা জানিয়েছেন, "আবার পরিচালকের টুপি মাথায় দিতে পেরে ভীষণ খুশি। এক বছরেরও বেশি সময় ধরে এমার্জেন্সি নিয়ে কাজ করার পর আমি বুঝতে পেরেছি আমার চেয়ে ভালো আর কেউ এটি পরিচালনা করতে পারবেন না। যদিও এর ফলে একাধিক অভিনয়ের কাজ বিসর্জন দিতে হবে আমায়, তবুও অসাধারণ লেখক রিতেশ শাহের সহযোগিতায় এটা করতে বদ্ধপরিকর আমি। আমি অত‍্যন্ত উত্তেজিত। দুর্দান্ত একটি যাত্রা শুরু করতে চলেছি আমি।"

এর আগে একটি বিবৃতিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জানিয়েছিলেন, এমার্জেন্সি একটি পলিটিক্যাল ড্রামা, কোনো বায়োপিক নয়। তিনি বলেছিলেন, "এটি ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়। এটি একটি গ্র‍্যান্ড পিরিয়ড ফিল্ম। সঠিকভাবে বলতে গেলে এটি একটি পলিটিক্যাল ড্রামা, যা আমাদের প্রজন্মকে বর্তমান ভারতের আর্থ-সামাজিক অবস্থা বুঝতে সাহায্য করবে।"

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in