
প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে সাতদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক জ্ঞাপন করে সমাজ মাধ্যমে পোষ্ট করেছেন বলিউড থেকে দক্ষিণী বিনোদন দুনিয়া।
কমল হাসান নিজের এক্স হ্যান্ডেলে প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জ্ঞাপন করে লেখেন, “ডঃ মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতের রাজনীতির এক যুগাবসান। অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসাবে তাঁর নীতিগুলি লক্ষ লক্ষ ক্ষমতায়ন করেছে, ভারতীয় গণতন্ত্রের কাঠামোকে শক্তিশালী করেছে। তাঁর কাজ ভারতীয় রাজনৈতিক ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা”।
প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ছবি পোষ্ট করে তেলেগু মেগাস্টার চিরঞ্জীবী লেখেন, “আমাদের দেশের সর্বকালের সর্বশ্রেষ্ট রাষ্ট্রনায়ক। শিক্ষিত, সবচেয়ে দয়ালু, মিতভাষী এবং নম্র স্বভাবের নেতার প্রয়াণে গভীরভাবে শোকাহত। অর্থমন্ত্রী হিসাবে তাঁর দুরদর্শীতা, ভারতের ১৩ তম প্রধানমন্ত্রী হিসাবে দুই মেয়াদের অত্যন্ত সফল, রাজনীতির ইতিহাসে লেখা থাকবে। তাঁর মেয়াদে আমি রাজ্যসভার পর্যটন প্রতিমন্ত্রী থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান বোধ করি”।
মনমোহন সিং প্রয়াণে শোক প্রকাশ করে সমাজ মাধ্যমে থালাপতি বিজয় লেখেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর প্রয়াণে গভীরভাবে শোকাহত। তিনি অসীম প্রজ্ঞা এবং সততার সাথে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর অতুলনীয় অবদান ভারতীয় অর্থনীতি এবং দেশের জন্য অন্যান্য মহৎ কাজ হিসাবে চিরকাল স্মরণ করা হবে। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা"।
প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে নিজের সমাজমাধ্যমে শোক জ্ঞাপণ করেছেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “একজন রাষ্ট্রনায়ক যাঁর অবদান আমাদের দেশের উন্নতির প্রতিটি ক্ষেত্রে সর্বদা স্মরণ করা হবে। তার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা”।
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর মনমোহন সিংয়ের সঙ্গে নিজের একটা ছবি পোষ্ট করে সমাজ মাধ্যমে লেখেন, “ভারতের প্রকৃত 'আচ্ছে দিন'-এর সভাপতিত্ব করেছিলেন এমন একটি যুগের অবসান। তাঁর আমলে ভারত আসলে (আরও) গণতান্ত্রিক ছিল। যখন ভারতীয়রা ভয় এবং অসহিষ্ণুতা থেকে মুক্ত ছিল এবং ভারতীয় জনসাধারণের বক্তৃতা ছিল আরও শালীনতা”।
ভারতীয় কৌতুক শিল্পী কপিল শর্মা প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একটি ছবি পোষ্ট করে সমাজ মাধ্যমে লিখেছেন, “ভারত হারিয়েছে তাঁর সর্বকালের সেরা নেতাকে। ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি, সততা ও নম্রতার প্রতীক ডঃ মনমোহন সিং অগ্রগতি ও আশার উত্তরাধিকার রেখে গেছেন। তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা এবং দৃষ্টি আমাদের দেশকে বদলে দিয়েছে। শান্তিতে থাকুন, ডঃ সিং। আপনার অবদান কখনও ভোলার নয়”।
অভিনেতা রণদীপ হুডা মনমোহন সিংয়ের শ্রদ্ধা জ্ঞাপনে লিখেছেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। যাঁর নেতৃত্ব ভারতে অর্থনৈতিক উদারীকরণে অগ্রণী ভূমিকা দেশকে বদলে দিয়েছে। তাঁর প্রজ্ঞা এবং সততা চিরকাল স্মরণ করা হবে। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা”।
অন্যদিকে, অভিনেতা রীতেশ দেশমুখ নিজের বাবা বিলাস রাও দেশমুখের সঙ্গে মনমোহন সিংয়ের ছবি পোষ্ট করে লিখেছেন, “আজ আমরা ভারতের অন্যতম সেরা প্রধানমন্ত্রীকে হারিয়েছি। যে ব্যক্তি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে চালিত করেছেন। তিনি মর্যাদা ও নম্রতার প্রতীক। আমরা চিরকাল তাঁর উত্তরাধিকারের কাছে ঋণী থাকব। তাঁর আত্মা চিরন্তন মহিমায় বিশ্রাম লাভ করুক আপনাকে ধন্যবাদ শ্রী মনমোহন সিং”।
এছাড়াও, আল্লু অর্জুন, অনুস্কা শর্মা, মাধুরি দীক্ষিত, কৌতুকাভিনেতা ভিড় দাশ, নিকিতা দত্ত, সানি দেওল, দিশা পাটানি, সঞ্জয় দত্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে সমাজ মাধ্যমে শোক জ্ঞাপণ করেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন