JioHotstar: জিও সিনেমার সঙ্গে হটস্টার মিলে চালু 'জিও হটস্টার'! বাড়তি কী কী সুবিধা মিলবে?

People's Reporter: জানা যাচ্ছে, এই নয়া অ্যাপে ১০ ভাষায় সিনেমা, সিরিজ, লাইভ খেলা সবই দেখতে পাবেন গ্রাহকরা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

২০২৪ –এই শোনা গিয়েছিল হটস্টার কিনে নিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা জিও। সেই মতোই এবার ভারতে একসাথে পথ চলা শুরু করল দুই স্ট্রিমিং প্লাটফর্ম জিও সিনেমা এবং ডিজনি হটস্টার। নতুন এই প্লাটফর্মের নাম দেওয়া হয়েছে 'জিও হটস্টার'। বদলে গেছে সংস্থার লোগোও। আগের নীলরঙা লোগো হয়ে গিয়েছে, গোলাপি ও নীল। নেই ডিসনি লেখাও।

জানা যাচ্ছে, এই নয়া অ্যাপে ১০টি ভাষায় সিনেমা, সিরিজ, লাইভ খেলা সবই দেখতে পাবেন গ্রাহকরা। এনবিসি ইউনিভার্সাল পিকক, ওয়ার্নার ব্রস, ডিসকভারি, এইচবিও, প্যারামাউন্ট ইত্যাদি চ্যানেলের কনটেন্টও দেখা যাবে বলে খবর। ফলে আলাদা করে ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন নিতে হবে না এবং সবক্ষেত্রে যে সাবস্ক্রিপশন থাকতেই হবে তাও নয়। কোনওরকম সাবস্ক্রিপশন না থাকলেও বেশ কিছু কনটেন্ট দেখতে পাবেন ব্যবহারকারীরা।

যাঁদের হটস্টারে সাবস্ক্রিপশন ছিল তাঁরাও এই অ্যাপে সহজেই লগ ইন করতে পারবেন। যদি কেউ নতুন ভাবে সাবস্ক্রিপশন নিতে চায়, তাঁদের নূন্যতম ১৪৯ টাকা দিতে হবে। এমনকী বেশি রেজোলিউশনের কনটেন্ট দেখার জন্যও সাবস্ক্রিপশন রয়েছে। তবে ভবিষ্যতে কোনো চার্জ দিতে হবে কিনা তা জানায়নি রিলায়েন্স জিও।

জিও হটস্টারের লঞ্চের সময় সংস্থার সিইও কিরণ মানি জানিয়েছেন “জিও হটস্টার লঞ্চের প্রধান উদ্দেশ্য হল প্রিমিয়াম বিনোদনের কনটেন্টকে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী করে তোলা। কৃত্রিম বুদ্ধিমত্তার নির্দেশে চালিত ১৯টিরও বেশি ভাষায় স্ট্রিমিং অফার করা হচ্ছে জিও হটস্টারে। ফলে বিনোদন আর কোনো বাড়তি পরিষেবা নয়, বরং সকলের কাছে সহজলভ্য হয়ে উঠবে এর মাধ্যমে”। 

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in