Javed Akhtar: ‘বিপজ্জনক বিষয়’ - ‘অ্যানিম্যাল’ নিয়ে মন্তব্য জাভেদ আখতারের, পাল্টা ছবি নির্মাতাদের

People's Reporter: জাভেদ আখতার বলেন, ‘‘উদাহরণ হিসেবে কোনও ছবিতে এক পুরুষ চরিত্র এক জন মহিলাকে যদি তার জুতো চাটতে বলে, কিংবা পুরুষটি মহিলাকে চড় মারে, তার পর সেই ছবি যদি সুপারহিট হয়, সেটা বিপজ্জনক।’’
জাভেদ আখতার
জাভেদ আখতার ফাইল চিত্র

১ ডিসেম্বর প্রক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘অ্যানিম্যাল’ ছবিটি। রণবীর অভিনীত এই ছবিটি নিয়ে সমালোচনার ঝড় উঠলেও, ক্যাশবাক্স উপচে পড়ছে। সম্প্রতি এই ছবি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন গীতিকার জাভেদ আখতার। জাভেদকে পাল্টা উত্তর দিলেন নির্মাতারাও।

সম্প্রতি, অওরঙ্গাবাদের অজন্তা ইলোরা চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন জাভেদ আখতার। সেখানে নাম না করে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবিটি নিয়ে নিজের মতামত প্রকাশ করে তিনি বলেন, ‘‘কী ধরনের চরিত্র তৈরি করলে সমাজ তার প্রশংসা করবে, সেটা বোঝা নতুন চলচ্চিত্র নির্মাতাদের কাছে এখন সব থেকে বড় বিষয়। উদাহরণ হিসেবে কোনও ছবিতে এক পুরুষ চরিত্র এক জন মহিলাকে যদি তার জুতো চাটতে বলে, কিংবা পুরুষটি মহিলাকে চড় মারে, তার পর সেই ছবি যদি সুপারহিট হয়, তা হলে সেটা বিপজ্জনক বিষয়।’’

নির্মাতাদের তুলনায় আজকে দায়িত্ব দর্শকের কাঁধে অনেক বেশি বলে মনে করেন জাভেদ। তাঁর কথায়, ‘‘কী ধরনের ছবি তৈরি হবে, আর কোনটা হবে না, সেই সিদ্ধান্ত দর্শককেই নিতে হবে। কী দেখব আর কী দেখব না, সেই সিদ্ধান্ত আমাদের হাতেই রয়েছে।’’

তাঁর কথায়, ‘‘এক সময় ছবিতে ধনী মানুষকে খারাপ দেখানো হত, গরিবকে ভাল। এখন সকলেই ধনী হতে চায় বলে ধনীকে আর খারাপ দেখানো সম্ভব নয়। তা হলে খারাপ কারা?’’

তবে জাভেদের এই মন্তব্যের পাল্টা উত্তর দিয়েছেন ‘অ্যানিম্যাল’ নির্মাতারা। রবিবার ছবির এক্স হ্যান্ডেলে নির্মাতারা লিখেছেন, ‘‘আপনার মতো শক্তিশালী লেখকও প্রেমিকের বিশ্বাসঘাতকতাকে বুঝতে না পারলে তা হলে আপনার সমস্ত শিল্পই ব্যর্থ।’’ এই সঙ্গে তারা লিখেছেন, ‘‘যদি কোনও ছেলে বিশ্বাসঘাতকতা করত এবং মেয়েটি তাকে জুতো চাটতে বলত, তখন আপনারা নারীবাদের দোহাই দিয়ে সেটা উদ্‌যাপন করতেন। ভালবাসাকে লিঙ্গ রাজনীতি-মুক্ত করা হোক। তাদের শুধুই প্রেমিক বলা হোক।’’

নির্মাতাদের দাবি, ‘‘এক জন প্রেমিক অন্য জনকে ধোঁকা দিয়েছে, মিথ্যা বলেছে। অন্য জন তাকে তার জুতো চাটতে বলেছে। ব্যস্‌।’’ এই পোস্টে জাভেদকে ট্যাগও করেছেন তাঁরা।

জাভেদ আখতার
Ranbir Kapoor: হিন্দু ভাবাবেগে আঘাত! অভিনেতা রণবীর কাপুরের বিরুদ্ধে দায়ের মামলা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in