২৬/১১-র হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে! পাকিস্তানের মাটিতেই বিস্ফোরক জাভেদ আখতার

জাভেদ আখতার আরও বলেন, পাকিস্তানতো লতা মঙ্গেশকরের কোনো অনুষ্ঠান আয়োজন করেনি।
জাভেদ আক্তার
জাভেদ আক্তারছবি - সংগৃহীত
Published on

২৬/১১-র মুম্বই হামলা প্রসঙ্গে পাকিস্তানের মাটিতেই বিস্ফোরক মন্তব্য করলেন লেখক তথা গীতিকার জাভেদ আখতার। তাঁর কথায় হামলাকারীরা এখনও পাকিস্তানে মুক্তভাবেই ঘুরে বেড়াচ্ছে। যা ভারতীয়দের জন্য সত্যি বেদনাদায়ক।

ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক যে খুব একটা মধুর নয় তা আন্তর্জাতিক মহলে অজানা নয়। সেই সম্পর্ক আরও তিক্ত হয় ২৬/১১ মুম্বই হামলার পর থেকে। জানা যায় পাকিস্তান থেকেই সন্ত্রাসবাদীরা এসে মুম্বইয়ের তাজ হোটেলে হামলা চালিয়েছিল। যা এখনও ভুলতে পারেনি ভারতীয়রা। বিশেষ করে মুম্বইবাসীরা। মুম্বইয়ের বাসিন্দা হিসেবে সেই স্মৃতি ভুলতে পারেননি জাভেদ আখতারও। সম্প্রতি তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায়, জাভেদ আখতার বলছেন, "পাকিস্তানের বিরুদ্ধে রাগ হওয়াটা ভারতীয়দের পক্ষে স্বাভাবিক বিষয়। কারণ মুম্বইতে যারা হামলা চালিয়েছিল তারা কেউ নরওয়ে বা ইজিপ্ট থেকে আসেনি। সেই সন্ত্রাসবাদীরা এখনও পাকিস্তানের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। একজন ভারতীয় হয়ে এই দৃশ্য কোনোদিনই মেনে নেওয়া যায় না।"

এই ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।

তাঁকে আরও বলতে শোনা যায়, "আপনাদের (পাকিস্তানের) নুসরত ফতে আলি খান, মেহেদি হাসানের মতো বড় বড় শিল্পীরা ভারতে অনুষ্ঠান করেছেন। অনেক ভালোবাসাও পেয়েছেন। কই আপনাদের দেশে তো লতা মঙ্গেশকরের কোনও অনুষ্ঠান আয়োজন করা হয়নি।"

উল্লেখ্য, কিংবদন্তি উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজের স্মরণে লাহোরের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান জাভেদ আখতার। সেখানেই একজন শ্রোতা তাঁকে প্রশ্ন করেন, "আপনি পাকিস্তান সফর করেছেন। আপনি ভারতে ফিরে কী বলবেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল? পাকিস্তান শুধু বোমাবর্ষণ করে না। ভালোবাসা ও ফুলের মালা দিয়ে আপনাদের শুভেচ্ছা জানায়। এইসব কিছু কি দেশে গিয়ে সকলকে বলবেন?" এই প্রশ্নগুলির উত্তর দিতে গিয়েই বিস্ফোরক মন্তব্য করেন জনপ্রিয় গীতিকার।

পাকিস্তান নিয়ে জাভেদ আখতারের এই মন্তব্যের প্রশংসা করেছেন ভারতীয়রা। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শেয়ার হয়েছে তাঁর এই ভিডিও। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতও রয়েছেন এই তালিকায়। জাভেদ আখতারেরও প্রশংসা করেছেন তিনি।

জাভেদ আক্তার
শুল্ক বৃদ্ধিতে টেলিভিশনে বন্ধ একাধিক চ্যানেল, TRAI-র বিরুদ্ধে পথে নামছে কেবল অপারেটররা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in