জ্যাকলিন ফার্নান্ডেজ
জ্যাকলিন ফার্নান্ডেজছবি - অফিসিয়াল ফেসবুক পেজ

Jacqueline Fernandez: ‘ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে’ - দিল্লি হাইকোর্টের দ্বারস্থ জ্যাকলিন

People's Reporter: অভিনেত্রীর দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে ষড়যন্ত্র করে। তাই অবিলম্বে যেন এই মামলা তুলে নেওয়া হয়। বিদেশ সফরে যেতে গেলে তাঁকে বারবার অনুমতি নিতে হয়।
Published on

২০২১ সালের আগস্ট মাসে ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে। অভিযোগ সেই সময় সুকেশের প্রেমিকা ছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সেই সূত্র ধরে জ্যাকলিনের বিরুদ্ধে ফৌজিদারি মামলা দায়ের করেছিল ইডি। এবার সেই মামলা থেকে নিস্তার পাওয়ার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করলেন সলমনের সিনেমার অভিনেত্রী।

মামলা প্রত্যাহারের আবেদন করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন জ্যাকলিন। অভিনেত্রীর দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে ষড়যন্ত্র করে। তাই অবিলম্বে যেন এই মামলা তুলে নেওয়া হয়। বিদেশ সফরে যেতে গেলে তাঁকে বারবার অনুমতি নিতে হয়। এছাড়াও যখন খুশি তাঁকে ইডি দপ্তরে হাজিরা দিতে যেতে হয়।

শুধু ২০০ কোটি টাকা নয়, দিল্লি পুলিশের একটি তোলাবাজি মামলায় প্রধান সাক্ষী হিসাবে অভিনেত্রীর নামও রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সুকেশ চন্দ্রশেখরের নাম জড়ায় একটি প্রতারণা মামলায়। ২০০ কোটি টাকা প্রতারনার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই সময় জ্যাকলিনের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তাঁদের অনেক ঘনিষ্ট মুহুর্তের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। বহু দামি উপহার দেওয়ার অভিযোগ ওঠে সুকেশের বিরুদ্ধে। যদিও পরবর্তীতে তাঁদের এই সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন জ্যাকলিন। এবার সেই মামলা তুলে নেওয়ার আবেদন করলেন তিনি।

জ্যাকলিন ফার্নান্ডেজ
Sunny Deol: ফের নিখোঁজ পোস্টার বিজেপি সাংসদ সানি দেওলের নামে! খুঁজে দিলেই মিলবে ৫০,০০০ টাকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in