Jacqueline Fernandez: জেলে বসেই হুমকি, সুকেশের বিরুদ্ধে দিল্লি পুলিশে দ্বারস্থ জ্যাকলিন

People's Reporter: নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে সম্প্রতি দিল্লি পুলিশ কমিশনর সঞ্জয় অরোরার কাছে লিখিত অভিযোগ জমা দিলেন তিনি। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরুও করেছেন।
জ্যাকলিন ফার্নান্ডেজ
জ্যাকলিন ফার্নান্ডেজছবি - অফিসিয়াল ফেসবুক পেজ
Published on

২০২১ সালের আগস্ট মাসে ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে। অভিযোগ সেই সময় সুকেশের প্রেমিকা ছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। এই মুহূর্তে দিল্লির ম্যান্ডোলি জেলে বন্দি রয়েছেন তিনি। সেখানে বসেই নাকি তিনি প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। আর এই নিয়েই নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী।

নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে সম্প্রতি দিল্লি পুলিশ কমিশনর সঞ্জয় অরোরার কাছে লিখিত অভিযোগ জমা দিলেন তিনি। জানা গেছে, তাঁর অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের একটি বিশেষ দল প্রাথমিক তদন্ত শুরুও করেছেন।

উল্লেখ্য, ২০২১ সালে সুকেশ চন্দ্রশেখরের নাম জড়ায় একটি প্রতারণা মামলায়। ২০০ কোটি টাকা প্রতারনার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই সময় জ্যাকলিনের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তাঁদের অনেক ঘনিষ্ট মুহুর্তের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। বহু দামি উপহার দেওয়ার অভিযোগ ওঠে সুকেশের বিরুদ্ধে। যদিও পরবর্তীতে তাঁদের এই সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন জ্যাকলিন।

তবে অভিনেত্রী নিজের সম্পর্কের কথা অস্বীকার করলেও সুকেশ করেনি। অভিযোগ, জেলে বসেই নাকি অভিনেত্রীকে প্রেমপত্র পাঠাচ্ছেন সুকেশ। সুকেশের প্রেমপত্র কখনও রয়েছে ভালবাসার কথা, কখনও ছিল প্রচ্ছন্ন হুমকি। অবশেষে দিল্লি পুলিশের দ্বারস্থ হয়ে অভিনেত্রী জানান, দ্রুত সুকেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এবং তাঁর নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করতে।

জ্যাকলিন ফার্নান্ডেজ
IND vs ENG: চোট নিয়ে বোর্ডকে বিভ্রান্ত করছেন রাহুল! অসন্তুষ্ট BCCI

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in