'আমি প্রাসঙ্গিক রাজনীতিতে বিশ্বাস করি' - এবার কি বিজেপি ছেড়ে আম আদমিতে যাবেন রুদ্রনীল ঘোষ?

তিনি বলেন, 'রাজনীতি আমার পেশা নয়, অভিনেতা আমার পেশা। এটা করে আমার পেট চলে। কিন্তু বিরোধী দল করার জন্য আমাকে কাজ দেওয়া হচ্ছে না এখন, কোণঠাসা করা হচ্ছে। আমাকে তো বাঁচতে হবে। পেট চালাতে হবে।'
অমিত শাহের সাথে রুদ্রনীল ঘোষ
অমিত শাহের সাথে রুদ্রনীল ঘোষফাইল ছবি

বিজেপিতে যোগ দেওয়ার পর কেউ আর কাজ দিচ্ছেন না তাঁকে। গুরুতর অভিযোগ করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। বিজেপি ছাড়ার জন্য তাঁর উপর 'ইন্ডিরেক্টলি চাপ' সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করছেন তিনি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে বাম, তৃণমূলের পর এবার কি বিজেপিও ছেড়ে দেবেন রুদ্রনীল? আবার নিন্দুকদের মতে, আম আদমি পার্টিতে যোগ দেবেন রুদ্রনীল, তাই নাটক করছেন।

কী অভিযোগ করেছেন রুদ্রনীল ঘোষ? রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাথে দেখা করতে যান রুদ্রনীল ঘোষ। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, '২০২১ সালের জানুয়ারি মাসে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত, প্রায় ১৬ মাস হতে চললো মূলধারার পরিচিত পরিচালক-প্রযোজকরা আমাকে ছবিতে নেননি। এমনতো না যে হটাৎ করে আমি অভিনয় ভুলে গেছি বা আমি খারাপ অভিনয় করছি। আমার উপর ইন্ডিরেক্টলি চাপ সৃষ্টি করা হচ্ছে। কাছের লোকেরাই বলছে বিজেপি ছেড়ে দে কাস্ট করতে সুবিধা হবে। সংবাদমাধ্যমের সামনে সব কথা বলা যায় না।'

তিনি আরও বলেন, 'রাজনীতি আমার পেশা নয়, অভিনেতা আমার পেশা। অভিনয় আমাকে বিখ্যাত করেছে। ভালোবাসা দিয়েছে মানুষের। এটা করে আমার পেট চলে। কিন্তু বিরোধী দল করার জন্য আমাকে কাজ দেওয়া হচ্ছে না এখন, কোণঠাসা করা হচ্ছে। আমাকে তো বাঁচতে হবে। পেট চালাতে হবে।'

বিজেপি ছাড়ছেন কিনা সেই সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন - আমি প্রাসঙ্গিক রাজনীতিতে বিশ্বাস করি। প্রাসঙ্গিকতায় বিশ্বাস করি। আমি বিজেপি ছেড়ে দিচ্ছি এ কথা কখনো বলিনি, আজও বলছি না। কিন্তু বিজেপি করার জন্য আমার উপর ইন্ডিরেক্টলি চাপ সৃষ্টি করা হচ্ছে। আমি সেটা উপলব্ধি করতে পারছি। এটা সত্য এবং আমার পেটও সত্য।

প্রসঙ্গত গত বছর জানুয়ারি মাসে বিজেপিতে যোগ দিয়েছেন একদা বাম, তারপর তৃণমূল করা রুদ্রনীল ঘোষ। এরপর বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থীও হয়েছিলেন তিনি, কিন্তু পরাজিত হয়েছেন। অনেকেই মনে করছেন এবার তিনি আম আদমি পার্টিতে যোগ দেবেন।

অমিত শাহের সাথে রুদ্রনীল ঘোষ
রুদ্রনীলের বিরুদ্ধে তদন্তের সুপারিশ, দল থেকে বেরিয়ে গেলেই দুর্নীতিগ্রস্ত বলা হচ্ছে - মত বিজেপি নেতার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in