Oscars 2025: অস্কারের দৌড় থেকে ছিটকে গেল 'লাপাতা লেডিজ', তবে আশা জাগাচ্ছে অন্য এক হিন্দি ছবি

People's Reporter: অস্কারের দৌড় থেকে কিরণের ছবি ছিটকে গেলেও আশা জাগাচ্ছে আর এক হিন্দি ছবি। যদিও ছবিটি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে না।
অস্কারে প্রতিনিধিত্ব করছে না কিরণের 'লাপাতা লেডিজ'
অস্কারে প্রতিনিধিত্ব করছে না কিরণের 'লাপাতা লেডিজ'ছবি - সংগৃহীত
Published on

অস্কারের দৌড় থেকে ছিটকে গেল কিরণ রাও পরিচালিত হিন্দি ছবি ‘লাপাতা লেডিজ’। মঙ্গলবার অ্যাকাডেমি কর্তৃপক্ষ ১০ টি বিভাগের মনোনয়ন প্রকাশ করেন। যার মধ্যে সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে ১৫ টি ছবির নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু সেরা ১৫ –এর তালিকায় জায়গা করে নিতে পারল না ‘লাপাতা লেডিজ’। তবে অস্কারের দৌড় থেকে কিরণের ছবি ছিটকে গেলেও আশা জাগাচ্ছে আর এক হিন্দি ছবি। যদিও ছবিটি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে না।

গত সেপ্টেম্বর মাসে ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ৯৭ তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে আমির খান প্রযোজিত এবং কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিজ’। এর জন্য অক্টোবর থেকে ছবির প্রচার শুরু করেন আমির এবং কিরণ। বিদেশি দর্শকদের কথা মাথায় রেখে ছবির নাম রাখা হয় ‘লস্ট লেডিজ’। কিন্তু শেষমেশ সেরা ১৫ তে জায়গা পেল না ছবিটি।

উল্লেখ্য, গত মার্চ মাসে মুক্তি পায় ‘লাপাতা লেডিজ’। ছবিটি নারী ক্ষমতায়নের উপর তৈরি। ২০০০ –এর দশকের গোড়ার দিকে গ্রামীণ ভারতের প্রেক্ষাপটে গড়ে উঠেছে ছবিটি। ছায়া কদম, রবি কিষাণ এবং গীতা আগরওয়াল শর্মার মতো শিল্পীরা অভিনয় করেছেন ছবিতে। ছবির কাহিনী লিখেছেন বিপ্লব গোস্বামী।

তবে ‘লাপাতা লেডিজ’ অস্কারের মঞ্চ থেকে ছিটকে গেলেও আশা জাগাচ্ছে আরেক হিন্দি ছবি ‘সন্তোষ’। সন্ধ্যা সুরি পরিচালিত ছবিটিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সাহানা গোস্বামীকে। ৯৭ তম অস্কারের মঞ্চে ছবিটি ব্রিটেনের হয়ে প্রতিনিধিত্ব করছে। এর আগে চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়। সমালোচকদের প্রশংসাও আদায় করেছে ছবিটি। ছবিটি একজন সদ্য বিধবা গৃহবধূকে ঘিরে তৈরি হয়েছে। যে চরিত্রে অভিনয় করেছেন সাহানা গোস্বামী। যিনি তাঁর প্রয়াত স্বামীর পুলিশ কনস্টেবলের চাকরী পান। এবং একজন অল্পবয়সী মেয়ের হত্যার তদন্ত করেন।

এছাড়া, ২০২৫ সালের বিদেশি ভাষার ছবি বিভাগে সেরা ১৫-তে জায়গা করে নিয়েছে – ‘এমিলিয়া পেরেজ’ (ফ্রান্স), ‘আই অ্যাম স্টিল হিয়ার’ (ব্রাজিল), ‘ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ’ (কানাডা), ‘তরঙ্গ’ (চেক প্রজাতন্ত্র), ‘দ্য গার্ল উইথ দ্য নিডল’ (ডেনমার্ক), এবং ‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ’(জার্মানি)।

এছাড়াও অন্যান্য প্রতিযোগীরা হল ‘টাচ’ (আইসল্যান্ড), ‘নীক্যাপ’ (আয়ারল্যান্ড), ‘ভার্মিগ্লিও’ (ইতালি), ‘ফ্লো’ (লাটভিয়া), ‘আরমান্ড’ (নরওয়ে), ‘ফ্রম গ্রাউন্ড জিরো’ (প্যালেস্টাইন), ‘ডাহোমে’ (সেনেগাল) এবং ‘হাউ টু মেক মিলিয়ন বিফোর গ্রান্ডমা ডাইস’ (থাইল্যান্ড)।

এই ১৫ টির মধ্যে আগামী বছর ১৭ জানুয়ারি সেরা পাঁচের তালিকা ঘোষণা করবে অ্যাকাডেমি পুরস্কার। ২০২৫ সালের ২ মার্চ লস অ্যাঞ্জেল –এ মঞ্চে বসবে ৯৭ তম অস্কারের আসর। সেখানেই হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in