২য় সপ্তাহের মধ্যেই আয় ৪৫০ কোটি! বিতর্ককে পিছনে ফেলে সাফল্যের চূড়ায় 'পোন্নিয়িন সিলভান ১'

ছবির পরিচালক এবং প্রযোজকরা জানিয়েছেন, আগামী বছরই মুক্তি পেতে চলেছে 'পোন্নিয়িন সিলভান ২'। যা প্রথম সিনেমার রেকর্ডকেও ছাপিয়ে যাবে আশাবাদী তাঁরা।
২য় সপ্তাহের মধ্যেই আয় ৪৫০ কোটি! বিতর্ককে পিছনে ফেলে সাফল্যের চূড়ায় 'পোন্নিয়িন সিলভান ১'
ছবি - সংগৃহীত

সব বিতর্ককে পিছনে ফেলে সাফল্যের চূড়ায় পৌঁছাল 'পোন্নিয়িন সিলভান ১'। মুক্তির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ৪৫০ কোটি টাকা আয় করেছে মণি রত্নম পরিচালিত ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত নতুন দক্ষিণী সিনেমা। শুধু তাই নয়, চলতি বছরের ৩ জুন মুক্তি পাওয়া কমল হাসানের নতুন সিনেমা 'বিক্রম'-র রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল 'পোন্নিয়িন সিলভান ১'।

গত ৩০ সেপ্টেম্বর তামিল, হিন্দি, তেলুগু, মালয়ালম এবং কন্নড় - এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে ‘পোন্নিয়িন সেলভান ১’। মূলত অষ্টম শতকে চোল সাম্রাজ্যের উত্থান-পতন এবং সিংহাসন দখলের লড়াই নিয়েই তৈরী হয়েছে সিনেমাটি। ঐশ্বর্য রাই বচ্চন এবং চিয়ান বিক্রম ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন কার্তি, জয়ম রবি, ঐশ্বর্যা, ত্রিশা, শোবিতা ধুলিপালা সহ আরও অনেকেই।

কমল হাসান পরিচালিত দক্ষিণী সিনেমা 'বিক্রম' মুক্তি পেয়েছিল সারা বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহে। সর্বকালীন ৪০০ কোটি টাকা আয় করে রেকর্ড গড়েছিল ছবিটি। কিন্তু সেই রেকর্ড, মুক্তির দু'সপ্তাহের মধ্যেই ভেঙে দিল 'পোন্নিয়িন সিলভান ১'। বাণিজ্য সমীক্ষায় দেখা গেছে, সপ্তাহের শেষেও বিভিন্ন প্রেক্ষাগৃহে উপচে পড়ছে মানুষের ঢল। বক্স অফিসেও যথেষ্ট ভালো সাড়া ফেলেছে ছবিটি।

ছবির পরিচালক এবং প্রযোজকরা জানিয়েছেন, আগামী বছরই মুক্তি পেতে চলেছে 'পোন্নিয়িন সিলভান ২'। যা প্রথম সিনেমার রেকর্ডকেও ছাপিয়ে যাবে আশাবাদী তাঁরা।

তবে, ঐশ্বর্য রাই বচ্চন ও বিক্রম অভিনীত ছবিটি মুক্তি পাওয়ার পরই একদিকে যেমন দর্শকদের মন কেড়েছে, অন্যদিকে ছবিটি ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। রাজ রাজ চোলকে হিন্দু বলে দাবি করায় বিজেপির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছেন দক্ষিণীরা। প্রতিবাদে সামিল হয়েছেন দক্ষিণী অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসানও।

২য় সপ্তাহের মধ্যেই আয় ৪৫০ কোটি! বিতর্ককে পিছনে ফেলে সাফল্যের চূড়ায় 'পোন্নিয়িন সিলভান ১'
রাজ রাজ চোল মোটেই হিন্দু ছিলেন না! -'পোন্নিয়িন সিলভান' বিতর্কে মন্তব্য কমল হাসানের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in