
করোনা সংকটের মধ্যেই গত সপ্তাহে তাণ্ডব চালিয়েছে যশ। বিপর্যস্ত রাজ্যের উপকূলবর্তী এলাকা। হাজার হাজার মানুষ সংকটে। যে যেভাবে পেরেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বাদ নেই টলি-সেলিব্রিটিরা। এগিয়ে এসেছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীও। কয়েকদিন আগে নিজেই রক্তদান করলেন। দুদিন আগেই হিঙ্গলগঞ্জের প্রায় ১৬০০ মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ট্রোলড হলেন তিনি।
অনেকেই বলেছেন, ‘ত্রাণের নামে নিজের প্রচার চালাচ্ছেন ইমন’।কেউ কেউ কমেন্ট বক্সে ভোটে দাঁড়ানোর পরামর্শ পর্যন্ত দিয়েছেন। ব্যক্তিগত আক্রমণ থেকেও বাদ যাননি। এবার প্রতিবাদে সরব হলেন ইমন। জবাব দিতে বেছে নিলেন ফেসবুককেই। দীর্ঘ জবাব দিয়ে ইমন লেখেন- ‘আমি একজন সংগীতশিল্পী। গত ১ বছর ধরে হাতে গুনে ১০টা শো করেছি। আমার মতো সব শিল্পীর প্রায় একই অবস্থা। তা ঠিক আছে। চলে যাচ্ছে। তা, এই যে বিভিন্ন জায়াগায় গিয়ে ‘ত্রাণ’ দেওয়ার ছবি ভিডিয়ো দেখে যাদের মনে হচ্ছে যে নিজের প্রচার করছি বা ভোটে দাঁড়ানোর কাজকর্ম শুরু করছি…বা যাঁরা প্রত্যেক মুহূর্তে অশালীন কথা বলে চলেছেন তাঁদের একটা কথা বলি.. আপনাদের প্রত্যেকটা খারাপ কথা কিন্তু আমাকে এগিয়ে নিয়েই যাচ্ছে। আমি কিন্তু পিছিয়ে যাচ্ছি না। আর যাবও না। অনেক ধন্যবাদ যাঁরা যাঁরা আমার অ্যাডভার্টাইজমেন্ট দেখে ডোনেট করছেন…আপনাদের জন্য প্রায় তিন হাজার মানুষ খেতে পেয়েছেন, এক বেলা হলেও। ভালো রাখাটা একটা আর্ট। ওটা সবাই পারে না। আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যাঁরা আমার পাশে আছেন। ধন্যবাদ। ইমন।’
ইমনের এই প্রতিবাদী ভাষাও প্রশংসিত হয়েছে অনুরাগী মহলে। বাহবা জানিয়ে পরিচালক অরিন্দম শীল কমেন্টে লেখেন- 'এটাই আসল স্পিরিট। আসলে মানুষের জন্যে প্রকৃত সাহায্য করাটা সহজ ভাবে নিতে যাঁরা পারে না, তাঁরা অসুস্থ। তাঁদের কথায় কান দিও না। এগিয়ে চলো'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন