Swara Bhaskar: ‘আমাকে বিতর্কিত অভিনেত্রীর তকমা দেওয়া হয়েছে’ – কাজ না পাওয়া নিয়ে দাবি স্বরা ভাস্করের

People's Reporter: অভিনেত্রী জানিয়েছেন, স্পষ্টভাষী প্রকৃতি এবং রাজনীতি ও সমাজের প্রতি দৃঢ় মতামতের ফলে বলিউড থেকে কোনো সুযোগ আসছে না।
স্বরা ভাস্কর
স্বরা ভাস্করফাইল ছবি
Published on

“আমাকে বিতর্কিত অভিনেত্রীর তকমা দেওয়া হয়েছে।“ বলিউডে কাজ না পাওয়া নিয়ে সংবাদ মাধ্যমে এমনই দাবি করলেন অবষাদগ্রস্ত স্বরা ভাস্কর। অভিনেত্রী জানিয়েছেন, স্পষ্টভাষী এবং রাজনীতি ও সমাজের প্রতি দৃঢ় বক্তব্য দেওয়ার ফলে বলিউড থেকে কোনো সুযোগ পাচ্ছেন না তিনি।

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে কথা বলার সময় অভিনেত্রী স্বরা ভাস্কর জানান, "আমাকে বিতর্কিত অভিনেত্রীর তকমা দেওয়া হয়েছে। পরিচালক, প্রযোজকরা আমাকে খারাপ বলতে শুরু করেছে। যেটা আমাকে সব থেকে বেশি কষ্ট দেয়, সেটা হল, আমি আভিনয়কে সবথেকে বেশি ভালোবাসি। কিন্তু সেটা পূরণ হল না।“

অভিনেত্রী আরও বলেন, “আপনি বলতে পারেন, 'আমি যুদ্ধে গিয়ে গুলি খেতে পারি', কিন্তু আপনি যখন সত্যিই গুলি খান তখন ব্যথা লাগে। আমার মেয়ে রাবিয়ার জন্মের আগে, অভিনয় ছিল আমার সবচেয়ে বড় আবেগ এবং আমার সবচেয়ে বড় ভালোবাসা। আমি অভিনয় এবং অনুশীলন পছন্দ করতাম। আমি অনেক চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। যতটা সুযোগ চেয়েছিলাম ততটা পাইনি।"

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় স্বরা ভাস্বর। শাসক বিরোধী মুখ হিসেবে অত্যন্ত পরিচিত তিনি। প্রায়ই কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করতে দেখা যায় তাঁকে। রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রায় অংশ নিতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি বিয়েও করেছেন সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ আহমেদকে।

স্বরা ভাস্করের একটি মেয়ে হয় গত বছর। সেই খবর নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেত্রী। স্বরা ভাস্কর এল রাই-এর 'তনু ওয়েডস মনু' সিরিজ, 'নীল বাত্তে সন্নাটা', 'ভিরে দি ওয়েডিং', 'শির কোরমা', 'রঞ্জনা' এবং 'আনারকলি অফ আরা'- এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি 'ইটস নট দ্যাট সিম্পল', 'রাশভারী', 'ভাগ বিনি ভাগ' এবং 'ফ্লেশ' সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।

স্বরা ভাস্কর
Maharaj: হিন্দু সংগঠনের আবেদনের ভিত্তিতে আমির-পুত্রের ডেবিউ ছবিতে স্থগিতাদেশ গুজরাট হাইকোর্টের
স্বরা ভাস্কর
নতুন মাইলফলক পলক মুছলের জীবনে! গান গেয়ে তিন হাজার দুঃস্থ শিশুর হার্ট সার্জারি করালেন গায়িকা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in