'কিচ্ছু দেখব না, শুধু মনে রাখব এটা' - বাবরি মসজিদ ধ্বংসের ছবি শেয়ার অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর

People's Reporter: নেটিজেনদের অনেকেই অভিনেত্রীর মন্তব্যকে সমর্থন জানিয়েছেন। আবার অনেকে তাঁকে ‘জয় শ্রী রাম’ লিখে কটাক্ষও করেছেন।
রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন বাবরি মসজিদ ধ্বংসের ছবি শেয়ার অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর
রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন বাবরি মসজিদ ধ্বংসের ছবি শেয়ার অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীরগ্রাফিক্স - আকাশ

অয্যোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা আজ অর্থাৎ সোমবার। ইতিমধ্যেই সেই আচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রামমন্দিরের গর্ভগৃহে হাতে পদ্মফুল নিয়ে পুজো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশজুড়ে এই নিয়ে সাজো সাজো রব। এরই মাঝে এই নিয়ে মন্তব্য করলেন টলিউডের বিশিষ্ট অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। নেটিজেনদের অনেকেই অভিনেত্রীর মন্তব্যকে সমর্থন জানিয়েছেন। আবার অনেকে তাঁকে আক্রমণও করেছেন। কী এমন লিখেছেন বাংলা টেলি জগতের জনপ্রিয় এই অভিনেত্রী?

সোমবার একদিকে যখন রামলালার প্রাণপ্রতিষ্ঠার আচার পালন করা হচ্ছে, তখন বিদীপ্তা চক্রবর্তী তাঁর ফেসবুক হ্যান্ডেলে বাবরি মসজিদ ধ্বংসের একটি ছবি শেয়ার করে লেখেন, “কিচ্ছু দেখব না, কিচ্ছু শুনব না। শুধু মনে রাখব এটা।“ ছবিতে দেখা যাচ্ছে মসজিদের ধ্বংসস্তূপের উপর উল্লাসে মেতেছেন হিন্দুত্ববাদীরা।

বিদীপ্তার এই পোস্ট সমর্থন করেছেন বহু নেটিজেন। গার্গী চট্টোপাধ্যায় নামের একজন লেখেন, “সমস্ত দেশ উত্তাল লক্ষ কোটি টাকার বিনিময়ে তৈরী একটি মন্দির প্রতিষ্ঠা নিয়ে। আমাদের দেশের সমস্ত সমস্যা নির্মূল হয়ে গেছে। দেশের কোনো মানুষ এখন আর নিরন্ন নেই, নেই দেশে কোনো বেকারত্ব।“

সোশ্যাল মিডিয়ায় বিদীপ্তা চক্রবর্তীর পোষ্ট
সোশ্যাল মিডিয়ায় বিদীপ্তা চক্রবর্তীর পোষ্টছবি - বিদীপ্তা চক্রবর্তীর ফেসবুক পেজ থেকে স্ক্রীনশট

পিয়ালী সেন নামে একজন লিখেছেন, “এমন খাজা, মতলবাজ প্রধানমন্ত্রী আগে কখনোই আসেনি। ধর্ম নিয়ে রাজনীতি করার চেয়ে বড় পাপ আর কিছু নেই, সবচেয়ে বৃহৎ দেশদ্রোহী এরাই।“

অনুসুয়া সরকার লেখেন, “কিছু বুদ্ধিজীবী যে এখনও শিরদাঁড়া বিক্রি করে দেয়নি দেখে ভাল লাগছে।“

আবার অনেকেই অভিনেত্রীর পোস্টে ‘জয় শ্রী রাম’ লিখে কটাক্ষও করেছেন।

উল্লেখ্য, আজ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে দেশের সমস্ত ক্ষেত্রের বিশিষ্টজনরা মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন। এই তালিকায় রয়েছেন সস্ত্রীক মুকেশ আম্বানি, সচিন তেন্ডুলকর, কঙ্গনা রানাউত, আলিয়া ভাট, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ সহ অনেকেই।

রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন বাবরি মসজিদ ধ্বংসের ছবি শেয়ার অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর
Rahul Gandhi: অসমে রাহুল গান্ধীকে মন্দিরে প্রবেশে বাধা, প্রতিবাদে কর্মীদের নিয়ে ধর্নায় কংগ্রেস নেতা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in