Lucky Ali: দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হব! লাকি আলির ফেসবুক পোস্টে উদ্বিগ্ন ভক্তকুল

শুক্রবার সকালে গায়ক লাকি আলির করা একটি ফেসবুক পোস্ট ঘিরে ইন্টারনেটে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাঁর অভিযোগ, গায়কের পৈতৃক জমি জবরদখল করা হয়েছে। বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন লাভ হয়নি।
লাকি আলি
লাকি আলিফাইল চিত্র - সংগৃহীত

গায়ক লাকি আলির করা একটি ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল শুরু হয়েছে। অভিযোগ, গায়কের পৈতৃক জমি জবরদখল করা হয়েছে। বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন লাভ হয়নি। ২০০২ সাল থেকেই ওই জমি পুনরুদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহায্য প্রার্থনাও করেছেন গায়ক। অবশেষে কোন উপায় না পেয়ে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়ে গায়ক জানিয়েছেন, দেশের এই পরিস্থিতি হলে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হবেন তিনি।

ওই ফেসবুক পোস্টে লাকি আলি বলেছেন, “আগেও বলেছি, আবারও বলছি, সরকার ও প্রশাসনের জমি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যারা আমাদের ১০০ একরের বেশি জমি ও আমার বাবার কৃষিজমি দখল করে রেখেছে, তাঁরা যদি অবিলম্বে ওই জমি ছেড়ে না দেন তাহলে আমি দেশ ছাড়তে বাধ্য হব।” লাকির দাবী, প্রচুর অর্থ খরচ করে এবং ভুয়ো সাক্ষী জুটিয়ে বিচারব্যবস্থাকেও প্রভাবিত করে ফেলেছে ওই মাফিয়ারা।

স্বভাবতই এই ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। অনেকেই তাঁকে পরামর্শ দিয়েছেন, বিষয়টি সংসদে উত্থাপন করতে। কেউ কেউ বলেছেন তার আগেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে।

লাকি আলি আরও জানিয়েছেন, “যদি এই জমি ফেরত না পাই এবং সরকার তরফে কোনও পদক্ষেপ গৃহীত না হয়, তবে আমি এই দেশকে বিদায় জানাতে বাধ্য হব। এই সুন্দর দেশ, যাকে আমি নিজের বাড়ি মনে করি, সেটি ছেড়ে চলে যাব। আর ফিরে আসব না। কথা দিচ্ছি। বহুদিন ধরে এই সমস্যা ভোগ করছি।"

প্রিয় গায়কের এরকম আবেগপ্রবণ পোস্ট দেখার পর থেকেই তাঁর ভক্তরাও চিন্তিত। তাঁরা এই বিষয়টিকে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। যদিও লাকির পোস্টটি এখন তাঁর ফেসবুকে দেখা যাচ্ছে না কিন্তু পোস্টের স্ক্রিনশট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। লাকির ভক্তকুল এই বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন।

লাকি আলি
Dhaakad: ছবি ফ্লপ, এবার অফিস বিক্রি করতে হতে পারে ছবির প্রযোজককে!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in