‘ওপেনহাইমার’ ছবিতে ভগবত গীতার অপমান! ছবি বয়কটের ডাক হিন্দুপন্থীদের

টুইটারে ট্রেন্ড করছে #BoycottOppenheimer ও #RespectHinduCulture-এর মতো হ্যাশট্যাগ। এমনকি ছবির ওই নির্দিষ্ট দৃশ্যটি বাদ দেওয়ারও দাবি উঠেছে।
ওপেনহাইমার ছবির পোস্টার
ওপেনহাইমার ছবির পোস্টারফাইল ছবি

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হলিউড ছবি ‘ওপেনহাইমার’ (Oppenheimer) নিয়ে ভারতের সমাজমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। ছবির একটি যৌন মিলনের দৃশ্যকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। ওই দৃশ্য নিয়ে ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় সংগঠনগুলি তীব্র সমালোচনা করেছে। এই নিয়ে তোলপাড় হচ্ছে সমাজমাধ্যম। টুইটারে ট্রেন্ড করছে #BoycottOppenheimer ও #RespectHinduCulture-এর মতো হ্যাশট্যাগ। এমনকি ছবির ওই নির্দিষ্ট দৃশ্যটি বাদ দেওয়ারও দাবি উঠেছে।

মার্কিন পদার্থবিদ রবার্ট ওপেনহাইমারকে নিয়ে জনপ্রিয় চিত্রপরিচালক ক্রিস্টোফার নোলানের তৈরি ‘ওপেনহাইমার’ ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে, ছবির নায়ক যৌন মিলনের ঠিক আগে ভগবত গীতার একটি শ্লোক আবৃত্তি করছেন। এই দৃশ্য দেখার পরেই নড়েচড়ে বসেছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তাঁদের দাবি, ভগবত গীতাকে হিন্দুধর্মের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে মনে করা হয়। সেখানে ‘ওপেনহাইমার’ ছবিতে যৌন মিলনের ঠিক আগে সেই ভগবত গীতার শ্লোক উচ্চারণ করে ওই ধর্মগ্রন্থ তথা সমগ্র হিন্দুধর্মকেই অপমান করা হয়েছে।

ভারত সরকারের ‘সেন্ট্রাল ইনফরমেশন কমিশন’-এর এক উচ্চপদস্থ কর্তা উদয় মাহুরকার এই নিয়ে সরাসরি চিঠিও লিখেছেন ছবির পরিচালক ক্রিস্টোফার নোলানের উদ্দেশে। টুইটারে সেই চিঠি পোস্ট করে একজন বৈজ্ঞানিকের জীবন নিয়ে তৈরি ছবিতে ওই দৃশ্যের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। চিঠিতে তিনি জানিয়েছেন, “ছবির ওই দৃশ্য কোটি কোটি হিন্দু ধর্মাবলম্বীর ধর্মীয় বিশ্বাসকে সরাসরি আঘাত করেছে। পরোক্ষভাবে ওই দৃশ্য গোটা হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।”

‘ওপেনহাইমার’ ছবিটি হিন্দু সমাজকে ‘আক্রমণ’ করার জন্যই তৈরি করা হয়েছে বলে দাবি করেছে দেশের অন্যতম প্রভাবশালী হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। ছবি থেকে ওই ‘বিশেষ’ দৃশ্যটি বাদ দেওয়ার দাবিও জানিয়েছে তারা। সংগঠনের মুখপাত্র বিনোদ বনসল জানিয়েছেন, “সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত করেছে ছবিটি। তাই গোটা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত ছবির নির্মাতাদের।”

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in