

কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ অভিনেত্রী কঙ্গনা রানাউত। এই সিদ্ধান্ত একেবারেই সঠিক নয় বলে মনে করছেন প্রদ্মশ্রী প্রাপ্ত অভিনেত্রী। তাঁর কথায়, দেশ এখন জিহাদিদের হয়ে গেছে, এদের আটকাতে এবার স্বৈরতন্ত্র দরকার।
শুক্রবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের কথা জানান, যেগুলো বাতিলের দাবিতে গত এক বছর ধরে দিল্লি সীমান্তে আন্দোলন চালাচ্ছেন দেশের লক্ষ লক্ষ কৃষক। দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন প্রধানমন্ত্রী।
এরপরই রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা এই বিষয়ে নিজেদের মতামত দিয়েছেন। প্রতিক্রিয়া দিয়েছেন কঙ্গনা রানাউতও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "দুঃখজনক, লজ্জাজনক ঘটনা এটি। একেবারেই সঠিক নয় এই সিদ্ধান্ত। যদি সংসদে নির্বাচিত সরকারের বদলে রাস্তায় বসে থাকা লোকেরা আইন তৈরি করতে শুরু করেন, তাহলে এই দেশ জিহাদিদের দেশ। অভিনন্দন সেই সমস্ত লোকেদের যাঁরা এটি চেয়েছিলেন।"
এরপর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি ছবি পোস্ট করে তিনি আরও লেখেন, "যখন দেশের মানুষের বোধবুদ্ধি গভীর ঘুমে চলে যায়, তখন লাঠি দিয়েই একমাত্র ঠান্ডা করা সম্ভব। এদের আটকাতে ডিক্টেটরশিপই একমাত্র পথ।" প্রসঙ্গত আজ ইন্দিরা গান্ধীর ১০৪ তম জন্মদিবস।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন